মেসি কাণ্ডে ৩৭ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু দত্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: ৩৭ দিন পর মুক্তি! অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামিন পেলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত (Satadru Dutta)। লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালত সূত্রে খবর, ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও দু’টি সিকিউরিটি বন্ডের বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে দু’বার শতদ্রু দত্তর জামিনের আবেদন খারিজ করেছিল আদালত। গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ পুলিশ প্রশাসন ওইদিনই কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেপ্তার করে। তাঁকে প্রাথমিকভাবে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছিল। এরপর গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল-জবাবের পর ফের তাঁর জামিন খারিজ হয়ে যায়। অবশেষে ৩৭ দিন পর তিনি আইনি স্বস্তি পেলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছিল। বিধাননগর দক্ষিণ থানায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অভিযোগপত্রে অশান্তি পাকানো, ভাঙচুর, হিংসা ছড়ানো এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার মতো গুরুতর বিষয় উল্লেখ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ সহ নাশকতামূলক কার্যকলাপের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা সাজানো হয়।
তদন্ত চলাকালীন শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতেও হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করা হয়। তল্লাশির পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিভিন্ন আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখেন আধিকারিকরা। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই শতদ্রু দত্তর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।