ফের বড় ধাক্কা, উন্নাও কাণ্ডে কুলদীপ সেঙ্গারের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: উন্নাও ধর্ষণ কাণ্ড (Unnao Rape case) ও নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার ফের বড়সড় ধাক্কা খেলেন। পুলিশি হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর মামলায় নিজের কারাবাসের শাস্তির ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আবেদন জানিয়েছিলেন বহিষ্কৃত এই বিজেপি বিধায়ক। সোমবার সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি রবীন্দ্র দুদেজা।
আদালত সূত্রে খবর, ১০ বছরের সাজার মেয়াদ স্থগিত রাখার জন্য কুলদীপের আইনজীবীরা উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন। সোমবার বিচারপতি রবীন্দ্র দুদেজা তাঁর পর্যবেক্ষণে জানান, আপিল শুনানিতে বিলম্ব এবং সেঙ্গারের দীর্ঘ সময় ধরে কারাবাসের বিষয়টি সম্পর্কে আদালত সচেতন। কিন্তু পুলিশি হেফাজতে মৃত্যুর মতো ঘটনা অত্যন্ত গুরুতর। এমন স্পর্শকাতর এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে সাজার ওপর স্থগিতাদেশ দেওয়া বা সাজা মকুব করা সম্ভব নয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে উন্নাওয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার (Kuldeep Singh Sengar) এবং তাঁর সঙ্গী শশীর বিরুদ্ধে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২০১৮ সালের ৩ এপ্রিল, নির্যাতিতার পরিবার আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে প্রকাশ্য রাস্তায় আক্রান্ত হন। অভিযোগ ওঠে, কুলদীপের লোকেরা নির্যাতিতার বাবাকে বেধড়ক মারধর করে। এরপর পুলিশি হেফাজতে থাকাকালীনই ওই ব্যক্তির মৃত্যু হয়।
এই ঘটনায় ২০২০ সালের ১৩ মার্চ নিম্ন আদালত রায় ঘোষণা করে। নির্যাতিতার বাবার মৃত্যুর জন্য কুলদীপ সেঙ্গারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। কুলদীপ ছাড়াও তাঁর ভাই অতুল সিংহ সেঙ্গার এবং আরও পাঁচজনকে ১০ বছরের কারাবাসের সাজা শোনায় আদালত। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং সাজার ওপর স্থগিতাদেশ চেয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুলদীপ, যা সোমবার খারিজ হয়ে গেল।