ভোটার তালিকায় তথ্য-বিভ্রাটের আতঙ্ক! নদীয়ায় একই দিনে প্রাণ হারালেন দুই ব্যক্তি

January 19, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৭: SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্কে নদীয়া (Nadia) জেলায় একই দিনে প্রাণ হারালেন দুই ব্যক্তি। সোমবার নাকাশিপাড়া ও করিমপুরে ঘটে যাওয়া এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবারের অভিযোগ, নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নোটিসকে কেন্দ্র করেই এই বিয়োগান্তক ঘটনা ঘটেছে।

নাকাশিপাড়ার শালিগ্রামের বাসিন্দা ৬৫ বছরের বৃদ্ধ সামীর আলি দেওয়ানের মৃত্যু হয়েছে হাসপাতালে। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর পদবি ‘দেওয়ান’ থাকলেও বর্তমানে তা বদলে ‘শেখ’ হয়ে যায়। এই ভুলের কারণে গত ১৬ জানুয়ারি তাঁর চার মেয়ে ও এক ছেলেকে শুনানির নোটিস পাঠায় কমিশন। সোমবারই ছিল হাজিরার দিন। কিন্তু তার আগেই, নিজের ভুলের জন্য সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে- এই ভেবে মানসিক অবসাদে ও আতঙ্কে অসুস্থ হয়ে রবিবার রাতে মারা যান সামীরবাবু।

অন্যদিকে, করিমপুরের হোগলবেড়িয়া থানা এলাকায় এসআইআর সংক্রান্ত নোটিস পেয়ে আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ৫৪ বছরের ফিজুর খান। দু’দিন আগে তাঁর স্ত্রীর নামে পদবি সংক্রান্ত গরমিলের নোটিস এসেছিল। পরিবারের দাবি, এই নোটিসকে ‘দেশছাড়া হওয়ার পরোয়ানা’ ভেবে চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি এবং সেই ভয়েই নিজেকে শেষ করে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen