সুপ্রিম নির্দেশের পরেই CEO-র সাথে সাক্ষাতের সময় চাইলেন অভিষেক, ২৭ জানুয়ারি বৈঠকের সম্ভাবনা

January 19, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৫: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি অভিষেক সহ ১০ সদস্যের এক প্রতিনিধি দল সিইও-র সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল পাঠিয়েছে। কমিশন সূত্রে খবর, ওই দিনই বৈঠকের সম্ভাবনা রয়েছে।

SIR-র দ্বিতীয় পর্বে ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা লজিক্যাল অসঙ্গতি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সাম্প্রতিক নির্দেশের পরই এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শীর্ষ আদালত সোমবারই এই অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। এই নির্দেশকে হাতিয়ার করে বারাসতের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ করে বলেন, “দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সর্বোচ্চ আদালত। কোর্টে হেরেছে, এবার ভোটে হারাব।”

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে না এবং বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে। এর আগে ৩১ ডিসেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ করেছিলেন অভিষেক। তাই এবারের বৈঠকে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও আপত্তি সিইও-র সামনে তুলে ধরা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen