নয়ডায় শিশু পরিচারিকার ওপর CRPF জওয়ানের ‘বর্বরোচিত’ নির্যাতন, শাহী মন্ত্রককের বিরুদ্ধে সরব তৃণমূল

January 19, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। এক সিআরপিএফ (CRPF) জওয়ানের বিরুদ্ধে ১০ বছরের এক নাবালিকাকে অকথ্য নির্যাতনের অভিযোগ ওঠার পর, শাসক দল বিজেপিসাসিত কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তৃণমূলের দাবি, মোদী-শাহের জমানায় উর্দির আড়ালে থাকা অপরাধীরাই প্রশ্রয় পাচ্ছে।

তৃণমূল কংগ্রেস তাদের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলের তরফে অভিযোগ করা হয়েছে যে, অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক আরও এক ‘দানব’ সৃষ্টি করেছে। অভিযোগ, অভিযুক্ত ওই সিআরপিএফ কনস্টেবল ১০ বছরের এক নিষ্পাপ শিশুর জীবনকে জীবন্ত নরকে পরিণত করেছে।

নির্যাতিতা শিশুটির শারীরিক অবস্থার যে বর্ণনা তৃণমূলের তরফে দেওয়া হয়েছে, তা শিউরে ওঠার মতো। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে ওই শিশুটির ওপর পাশবিক এবং লাগাতার শারীরিক নির্যাতন চালানো হয়েছে। শিশুটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার শরীরের হিমোগ্লোবিনের মাত্রা নেমে দাঁড়িয়েছে ১.৯-এ, যা অত্যন্ত প্রাণঘাতী। এছাড়াও তার পাঁজরের হাড় ভাঙা, দাঁত ভাঙা এবং নখ উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। শরীরের প্রতিটি ক্ষতচিহ্ন নৃশংসতার সাক্ষ্য বহন করছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার (১৮ জানুয়ারি) অভিযুক্ত সিআরপিএফ কনস্টেবল তারিক আনওয়ার এবং তাঁর স্ত্রী রিম্পা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ওই দম্পতি শিশুটিকে নিজেদের সরকারি কোয়ার্টারে আটকে রেখে দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল। মেয়েটি সম্পর্কে অভিযুক্ত মহিলার আত্মীয় হয়। বিনা অনুমতিতে তাকে দিয়ে জোর করে পরিচারিকার কাজ করানো হতো বলেও অভিযোগ। সিআরপিএফের তরফে ইতিমধ্যেই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। বাহিনীর তরফে জানানো হয়েছে, পুলিশি তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে এবং অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা নেমে দাঁড়িয়েছে মাত্র ১.৯-এ। শিশুটির পাঁজরের হাড় ও দাঁত ভাঙা, নখ উপড়ে নেওয়া হয়েছে এবং সারা শরীরে একাধিক দগদগে ক্ষতচিহ্ন রয়েছে। মাসের পর মাস ধরে অনাহার এবং মারধরের ফলে শিশুটি আজ মৃত্যুর মুখে।

এই ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে সরাসরি আক্রমণ করেছে তৃণমূল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “এই বর্বরতা মোদী-শাহ জমানারই পচা ফল, যেখানে উর্দির আড়ালে থাকা শিকারীরা দুর্বলদের ওপর ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা, সুরক্ষা এবং সুযোগ পাচ্ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen