দপ্তরে বসেই বিভিন্ন মহিলার সঙ্গে আপত্তিকর কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ, ভিডিও ছড়াতেই সাসপেন্ড পুলিশকর্তা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৪: সরকারি অফিসে বসে বিভিন্ন মহিলার সঙ্গে আপত্তিকর কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠল কর্নাটকের ডিজি পদমর্যাদার এক পুলিশকর্তার বিরুদ্ধে। অভিযোগ উঠতেই ছবি, ভিডিও পড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। তারপরই পদক্ষেপ করল কর্নাটক সরকার। অভিযুক্ত পুলিশকর্তা কে রামচন্দ্র রাওকে নিলম্বিত করা হয়েছে। রামচন্দ্র কর্নাটক পুলিশের অন্যতম ডিজি।
সোমবার, সমাজ মাধ্যমে একাধিক ছবি এবং ভিভিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, নিজের অফিসে বসে, পুলিশের উর্দি পরে একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করছেন রামচন্দ্র। তাতেই বিতর্ক শুরু হয়। সোমবারই এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, “বিষয়টি আমি সকালেই জানতে পেরেছি। আমরা তাঁর (রামচন্দ্র) বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করব। কেউই আইনের ঊর্ধ্বে নন।” এরপরই কর্নাটক সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “প্রাথমিকভাবে রাজ্য সরকার মনে করছে, নাগরিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিভাগের ডিজি রামচন্দ্র রাওকে দ্রুত সাসপেন্ড করা প্রয়োজন।” এই বিষয়ে তদন্ত চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
অভিযোগ অস্বীকার করেছেন রামচন্দ্র। তাঁর অভিযোগ, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হচ্ছে।
রামচন্দ্র ১৯৯৩ ব্যাচের আইপিএস। তাঁর দাবি, যে সময়ের ভিডিও এনে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, সেগুলি আট বছরের পুরনো। তিনি তখন কর্নাটকের বেলগাভিতে ছিলেন।