শুনানিতে তলব, ‘দাদুর কবরের মাটি’ এনে যুবকের প্রতিবাদ মালদহে

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৪: কোথাও সন্তানসম্ভবা মহিলা হাজির হচ্ছেন শুনানি, কোথাও বিয়ে ফেলে ছুটছেন বর, কেউ নিয়ে যাচ্ছেন স্বাধীনতা সংগ্রামী হিসাবে পাওয়া তাম্রপত্র আবার কেউ দেখাতে চাইছেন ভারতরত্ন পাওয়ার সনদ। অভিনব প্রতিবাদ দেখল মালদহ। শুনানির ডাক আসতেই ‘দাদুর কবরের মাটি’ নিয়ে হাজির হলেন যুবক। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।

গোটা পরিবারকে তলব করা হতেই ব্যাগ হাতে শুনানি কেন্দ্রে হাজির যুবক। ব্যাগ ভর্তি মাটি। যুবকের সাফ দাবি, “দাদুর কবরের মাটি।” মাটি পরীক্ষা ও তাঁদের পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করলেই নির্বাচন কমিশন সব কিছু জেনে নিতে পারবে।নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে অভিনব প্রতিবাদ জানালেন যুবক। সোমবার মালদহের হরিশ্চন্দ্রপুরে শুনানি কেন্দ্রে গিয়ে যুবক দাবি করেন, দাদুর কবরের মাটি এনেছেন, ব্যাগভর্তি মাটি। এটাই নাগরিকত্বের প্রমাণ।

হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেকের কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সালেকের অভিযোগ, শুনানির জন্য তাঁদের গোটা পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে। কাগজপত্র সব আনার পরও হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ। যুবকের অভিযোগ, তাঁরা যে ভারতের নাগরিক সেটা কোনও নথি দেখিয়ে নির্বাচন কমিশনের কর্মীদের সন্তুষ্ট করতে পারেননি। তারপরই দাদুর কবরে ছুটে যান সালেক। কবর থেকে মাটি নিয়ে এসে শুনানি কেন্দ্রে বিক্ষোভ দেখান তিনি। পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। যুবক সালেক বলেন, তিনি চান তাঁর দাদুর ডিএনএ টেস্ট করা হোক। দাদু বাংলাদেশি, পাকিস্তানি না ভারতীয় তা এই মাটি টেস্ট করলেই পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen