SIR হয়ে গিয়েছে ‘সফ্টওয়ার ইন্টেন্সিভ রিগিং’! কমিশনকে স্বচ্ছতার পাঠ তৃণমূলের

January 20, 2026 | 2 min read

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১০: সোমবার শীর্ষ আদালতের রায়ে ধাক্কা খেয়েছে কমিশন। তারপরই মঙ্গলবার, দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে স্বচ্ছতার পাঠ পড়াল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, ভোটারদের হয়রানি করা হচ্ছে। বোঝা চাপানো হচ্ছে মানুষের উপর। ভোটাররা যেন বাধাহীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এমনটাই দাবি তৃণমূল। দলের পক্ষে আজ সাংবাদিক সম্মেলন করেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপদলনেত্রী সাগরিক ঘোষ এবং সাংসদ সাকেত গোখলে। তাঁদের অভিযোগ, কমিশনের দৌলতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR ‘সফ্টওয়ার ইন্টেন্সিভ রিগিং’-এ পরিণত হয়েছে।
পাশাপাশি, কমিশনের কাছে স্বচ্ছতার দাবি জানিয়েছেন বাংলার শাসক দলের সাংসদেরা।

তৃণমূল সাংসদের মতে, এটা তৃণমূল আর কোনও কারও লড়াই নয়। এটা বাংলার সঙ্গে তাঁদের লড়াই যাঁরা, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে চাইছে। দেশের সর্বোচ্চ আদালত বলেছে, নির্বাচন কমিশনকে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। সংবিধানকে রক্ষা করতে হবে। নাগরিকদের ভোটাধিকারকে রক্ষা করতে হবে। তৃণমূল সাংসদ সাগরিক ঘোষের অভিযোগ, SIR প্রক্রিয়ায় অনেক ঘাটতি রয়েছে। গ্রামের মানুষ, প্রবীণদের হয়রানি করা হচ্ছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, সোমবার শীর্ষ আদালত নির্দেশ দেয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (SIR) তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি, আদালত জানায়; শুনানিতে কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে। বলাবাহুল্য, এই দাবিগুলিই তুলে ধরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার শাসক দলের কথাই প্রতিধ্বনিত হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে।

কমিশন আগেই জানিয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের শুনানির জন্য তলব করা হবে। পরে সংখ্যাটা নেমে আসে ৯৪ লক্ষে। ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। মূলত তৃণমূল এবং আরও কয়েকটি রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে। কোন যুক্তিতে ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে, প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ্যে আনার দাবিও তুলেছিলেন তিনি। তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদদের দল ইতিমধ্যেই দুবার কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠক হয়েছে। তৃণমূল সাংসদেরা মামলাও করেছিলেন শীর্ষ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।
তারপরই আজকের সাংবাদিক বৈঠক। সেখানেই তৃণমূলের দাবি, কমিশনের সঙ্গে তাদের প্রতিনিধি দলের বৈঠকের ট্রান্সক্রিপশন প্রকাশ করা হোক। কমিশন যদি না-করে, সেক্ষেত্রে তারা ট্রান্সক্রিপশন প্রকাশ করবেন বলেও জানান। ডেরেক জানান, তৃণমূল স্বচ্ছ SIR-র পক্ষে, তৃণমূল পরিকল্পিত SIR-র পক্ষে, পরিকল্পনাহীন SIR-র পক্ষে নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen