গম্ভীর ‘হায় হায়’ স্লোগান! ইন্দর স্টেডিয়ামে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় সমর্থকেরা, ভাইরাল ভিডিও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজে দর্শকদের মনে যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েও পরের দু’টি ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়াল টিম ইন্ডিয়া। এই ফলাফলের পর দলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ব্যতিক্রম শুধু বিরাট কোহলি। তিন ম্যাচে তাঁর স্কোর ৯৩, ২৩ ও ১২৪—ব্যর্থতার ভিড়ে একমাত্র ভরসার নাম তিনি।
সিরিজ হার আরও চাপ বাড়াল ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের ওপর। তাঁর কোচিং আমলেই ঘরের মাঠে আরেকটি সিরিজ হারতে হল ভারতকে। তৃতীয় ও শেষ ওডিআইয়ের পর ইন্দোরের হোলকর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় গ্যালারির একাংশ থেকে নাকি ‘গম্ভীর হায়ে হায়ে’ স্লোগানও ওঠে। সেই দৃশ্য দেখে অবাক হন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রবীন্দ্র জাডেজা থেকে শুরু করে ব্যাটিং কোচ সীতাংশু কোটকও।
Reaction of Virat Kohli, Shubhman Gill, and other players when crowd started shouting “Gambhir Haaye Haaye” 😳 pic.twitter.com/9gH2jCdH8E
— Keh Ke Peheno (@coolfunnytshirt) January 20, 2026
স্টেডিয়ামের বাইরেও সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে নিশানা করেন ক্ষুব্ধ সমর্থকেরা। সাম্প্রতিক ব্যর্থতা, রোহিত শর্মা ও কোহলিকে ঘিরে দল পরিচালনার সিদ্ধান্ত—সব মিলিয়ে প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক শুভমন গিলের ওডিআই রেকর্ড নিয়েও শুরু হয়েছে তুলনা, বিশেষ করে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ভালো পারফর্ম করা সঞ্জু স্যামসনের সঙ্গে। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েও উঠছে আঙুল।
এই সিরিজ জয়ের ফলে ৩৭ বছর পর ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিতল নিউজিল্যান্ড। এর আগে গত বছর টেস্টে ৩-০ হোয়াইটওয়াশ। সব মিলিয়ে ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট যে মোটেও স্বস্তিতে নেই, তা আবারও স্পষ্ট হয়ে গেল।