রাজ্যের প্রকল্পে নারী ক্ষমতায়নের জয়গাথা, ইউটিউবে মুক্তি পেল তথ্যচিত্র ‘লক্ষ্মী এল ঘরে’

January 20, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৯: অকাল বৈধব্য আর পারিবারিক গঞ্জনার অন্ধকার কাটিয়ে কীভাবে একজন ‘লক্ষ্মী’ হয়ে উঠলেন সচ্ছল ও আত্মবিশ্বাসী, সেই বাস্তব কাহিনী এবার রুপোলি পর্দায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের প্রযোজনায় মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘লক্ষ্মী এল ঘরে’। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের প্রযোজনায় মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের তথ্যমূলক চলচ্চিত্রটি। অরিজিৎ টোটোন চক্রবর্তীর পরিচালনায় এক ঘণ্টার এই ছবিটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে।

ছবির কেন্দ্রীয় চরিত্র ‘লক্ষ্মী বাড়ুই’ (শুভশ্রী গঙ্গোপাধ্যায়)। অকালে স্বামীকে হারিয়ে এবং শ্বশুরবাড়ির গঞ্জনা সহ্য করে যখন তিনি দিশেহারা, ঠিক তখনই তাঁর জীবনে দেবদূতের মতো হাজির হন পঞ্চায়েত দফতরের এক স্বেচ্ছাসেবক (অঙ্কুশ হাজরা)। তাঁর মাধ্যমেই লক্ষ্মী জানতে পারেন রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণমূলক প্রকল্পের কথা। লক্ষ্মীর ভাণ্ডার, আনন্দধারা, কন্যাশ্রীর মতো প্রকল্পের সহায়তায় লক্ষ্মী শুধু অর্থনৈতিকভাবে স্বনির্ভরই হন না, শুরু করেন চাষবাসের কাজও।

গল্পে দেখা যায়, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে শাশুড়ির চিকিৎসার ব্যবস্থা করে লক্ষ্মী কীভাবে পারিবারিক তিক্ততা দূর করে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেন। ছবিতে শুভশ্রী ও অঙ্কুশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা।

তথ্যচিত্রটিতে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আনন্দধারা এবং পথশ্রীর মতো প্রকল্পগুলি কীভাবে তৃণমূল স্তরে মানুষের উপকারে আসছে, তা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে উন্নয়নের নিরিখে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বা নীতির প্রতিও পরোক্ষ ইঙ্গিত করা হয়েছে এই ছবিতে।

উল্লেখ্য, ইউটিউবে মুক্তির আগে গত বুধবার কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “সরকারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। এই প্রকল্পগুলি বাস্তবে মানুষের জীবন বদলে দিয়েছে-আমি নিজে তা জেলায় জেলায় ঘুরে দেখেছি।”

গ্রামবাংলার নারীদের স্বনির্ভর হওয়ার এই লড়াই এবং রাজ্য সরকারের প্রকল্পের সার্থকতা নিয়ে তৈরি ‘লক্ষ্মী এল ঘরে’ ইতিমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ছবিটি এখন ইউটিউবে সকলের জন্য উপলব্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen