মনরেগায় বাংলার হকের টাকা নিয়ে ফের মোদী সরকারের টালবাহানা! কেন বারবার নিশানায় পশ্চিমবঙ্গ?

January 20, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪১:  ১০০ দিনের কাজ বা মনরেগা (MNREGA) প্রকল্পে বাংলার বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। একদিকে যখন দেশের অন্য সব রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে মোদী সরকার (Modi government), তখন বাংলার প্রাপ্য টাকা আটকে রাখতে নজিরবিহীনভাবে ‘অজুহাত’ খোঁজা শুরু হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অন্দরে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) মন্তব্যে সেই ইঙ্গিতই আরও স্পষ্ট হয়েছে।

এদিন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ‘জিরামজি আইন’ (Ziramji Act) নিয়ে দীর্ঘ সওয়াল করেন। উল্লেখ্য, মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন করে ‘বিকাশ ভারত – রোজগার এবং আজীবিকা মিশন (গ্রামীণ)’ করা হচ্ছে। মন্ত্রী জানান, নতুন আইন আসার আগে দেশের সব রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু বাংলার কথা উঠতেই সুর বদল করেন তিনি। মন্ত্রীর সাফ জবাব, “যে হিসাব সততার সঙ্গে দেওয়া হয়েছে, তা সব মিটিয়ে দেওয়া হবে। কিন্তু কেউ ভুয়ো হিসাব দিলে তা কীভাবে দেব!”

রাজনৈতিক মহলের মতে, ‘ভুয়ো হিসাব’-এর তত্ত্ব খাড়া করে আদতে বাংলার পাওনা টাকা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখাই কেন্দ্রের লক্ষ্য। মন্ত্রক সূত্রে খবর, বাংলার টাকা কেন দেওয়া হবে না, তার জন্য আইনি ও প্রশাসনিক কারণ খুঁজতে আধিকারিক স্তরে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এমনকি বাংলাকে টাকা না দেওয়ার সপক্ষে শক্তপোক্ত বয়ান তৈরির কাজও চলছে মন্ত্রকের অন্দরে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, বকেয়া সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং হিসাব কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাংলার গরিব মানুষের টাকা আটকে রাখছে। সম্প্রতি লোকসভার শীতকালীন অধিবেশনে তৃণমূলের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এক লিখিত প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া সেই তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে দেশের অন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দের পরিমাণ ‘শূন্য’!

শিবরাজ সিং চৌহান এদিন আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে নতুন আইনটি বাস্তবায়িত হবে এবং ততদিন পর্যন্ত পুরনো মনরেগা ব্যবস্থা বহাল থাকবে। তবে আইন বদলালেও বাংলার ভাগ্যে যে শিকে ছিঁড়ছে না, তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট। কেন্দ্রের এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ফের আন্দোলনের পথে হাঁটতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen