৯৩ বছরের বৃদ্ধা মাকেও SIR তলব, BJP-কে তীব্র ধিক্কার তৃণমূল নেতা কাজল শেখের

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের পর এবার তাঁর ৯০ বছরের বৃদ্ধা মা সাদেকা বিবিকেও এসআইআর (SIR) শুনানিতে তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ২৮ জানুয়ারি মা ও ছেলে-উভয়কেই শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাজল শেখ।

গতকাল অর্থাৎ সোমবার কাজল শেখকে তলবের নোটিস দেওয়া হয়েছিল। আজ তাঁর মায়ের কাছেও নোটিস পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন এই তৃণমূল নেতা। তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে কথা বলি বলেই এই নোটিস। আমি রোহিঙ্গা বা বাংলাদেশি নই। চোদ্দগুষ্টির নথি নিয়ে শুনানিতে যাব।” ED-CBI দিয়ে হেনস্থা করতে না পেরে বিজেপি (BJP) এখন কমিশনের মাধ্যমে আক্রমণ করছে বলে তাঁর দাবি।

কাজল শেখ (Kajal Sheikh) আরও জানান, তাঁর দাদা একজন জওয়ান ছিলেন, যিনি বাম জমানায় শহীদ হন। কেন্দ্রীয় সরকার তাঁর মা সাদেকা বিবিকে পেনশন দেয় এবং সেই সমস্ত বৈধ নথি তাঁদের কাছে আছে। কমিশনের নিয়ম অনুযায়ী বয়স্কদের বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা। তবুও কাজল শেখ জানিয়েছেন তিনি তাঁর বৃদ্ধা মাকে নিয়েই সশরীরে শুনানিতে যাবেন। নথিপত্র দাখিল করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen