বিক্রমগড়ে SIR শুনানিতে হাজিরা দিয়ে কী বললেন মহম্মদ শামি?

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৫: মাঠে আগুন ঝরানো শামি এবার নজর কাড়লেন নাগরিক কর্তব্যে! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানিতে হাজিরা দিতে মঙ্গলবার সকালে কলকাতার বিক্রমগড়ে উপস্থিত হলেন ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। এদিন সকালে তাঁর ভাই ও প্রয়োজনীয় নথি নিয়ে তিনি কাটজুনগরের স্বর্ণময়ী বিদ্যাপীঠের শুনানিকেন্দ্রে পৌঁছান।

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, শামির এনুমারেশন ফর্মে (Enumeration Form) ছবিসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য (যেমন-বাবা-মায়ের এপিক নম্বর, আধার নম্বর ইত্যাদি) অসম্পূর্ণ ছিল। সেই ত্রুটি সংশোধনের জন্যই তাঁকে তলব করা হয়েছিল। আগে বিজয় হাজারে ট্রফিতে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি, তবে কলকাতায় ফিরেই এদিন দায়বদ্ধ নাগরিক হিসেবে হাজিরা দিলেন তিনি।

শুনানি শেষে শামি সাংবাদিকদের জানান, এই প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি এবং এতে তাঁর কোনও অসুবিধা হয়নি। ইতিবাচক বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘এসআইআর একটি ভাল বিষয়। নাম সংশোধন অবশ্যই প্রয়োজন। তাই শুনানিতে ডাক পেলে উপেক্ষা করা উচিত নয়। আমাকে যত বার ডাকবে, তত বার আসব।’’ উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও শামি দীর্ঘকাল কলকাতার বাসিন্দা। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নথিভুক্ত। তাঁর এই দায়িত্বশীল আচরণ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen