হাসপাতাল থেকে ঘরে ফিরলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: স্বস্তির খবর! হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন দমদমের (Dum Dum) বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে হাসপাতাল ও পরিবার সূত্রে জানানো হয়েছে।

গত রবিবার আচমকাই শারীরিক অসুস্থতা বোধ করেন সাংসদ। কালবিলম্ব না করে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর রক্তে শর্করার পরিমাণ (সুগার লেভেল) আচমকা কমে গিয়েছিল। সেই সঙ্গে পেটে সংক্রমণ ধরা পড়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে চিকিৎসার পর সোমবার থেকেই তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হতে শুরু করে।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে লেক গার্ডেন্সের বাড়িতে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কয়েক দিন তাঁকে বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অনিয়মিত খাদ্যাভ্যাস বা কাজের চাপের বিষয়েও তাঁকে সতর্ক করা হয়েছে।

সাংসদ বাড়িতে ফেরার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। সৌগত বাবু তাঁকে জানিয়েছেন যে, তিনি এখন ভালো আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে এখনই তিনি বাইরে বেরোচ্ছেন না। আপাতত বাড়ি থেকেই জরুরি কাজকর্ম সামলাবেন তিনি। শরীর পুরোপুরি ঠিক হলে এবং চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি পুনরায় পুরোদমে রাজনৈতিক ও জনসেবামূলক কাজে ফিরবেন বলে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen