নির্বাচনী খরচে রেকর্ড বিজেপির, ৫ বছরে ব্যয় বাড়ল আড়াই গুণ!

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১১:  নির্বাচনী খরচে রেকর্ড ভাঙল বিজেপি! ৫ বছরে ব্যয় বাড়ল আড়াই গুণ। চব্বিশের লোকসভা নির্বাচনের বছরে নির্বাচনী খরচের নিরিখে বাকি দলগুলিকে কয়েক যোজন পিছনে ফেলে দিল ভারতীয় জনতা পার্টি (BJP)। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে শুধু নির্বাচন এবং প্রচারের জন্য বিজেপি খরচ করেছে ৩,৩৩৫ কোটি টাকা (মতান্তরে ৩,৩৫৬ কোটি)। ২০১৯-২০ অর্থবর্ষে, অর্থাৎ গত লোকসভা নির্বাচনের সময় এই খাতে ব্যয়ের পরিমাণ ছিল ১,৩৫২ কোটি টাকা। অর্থাৎ গত পাঁচ বছরে বিজেপির নির্বাচনী ব্যয় বেড়েছে প্রায় আড়াই গুণ।

নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিজেপির এই বিপুল খরচের তুলনায় প্রধান বিরোধী দল কংগ্রেস (Congress) অনেকটাই পিছিয়ে। ২০২৪-২৫ অর্থবর্ষে কংগ্রেস নির্বাচনী খাতে ব্যয় করেছে ৮৯৬.২২ কোটি টাকা, যা বিজেপির খরচের চার ভাগের এক ভাগও নয়। ২০২৩-২৪ অর্থবর্ষে কংগ্রেসের এই ব্যয়ের পরিমাণ ছিল ৬১৯.৬৭ কোটি টাকা।

বিজেপির জমা দেওয়া বার্ষিক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে দলটির মোট ব্যয়ের পরিমাণ ছিল ৩,৭৭৪.৫৮ কোটি টাকা, যার ৮৮ শতাংশই (৩,৩৫৬ কোটি টাকা) খরচ হয়েছে ভোট সংক্রান্ত কাজে। এর মধ্যে শুধুমাত্র বিজ্ঞাপন এবং প্রচারের লক্ষ্যেই ব্যয় করা হয়েছে ২,২৫৭.০৫ কোটি টাকা।

বিজেপির এই ব্যয়ের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে তাদের আয়ও। ২০২৩-২৪ অর্থবর্ষে দলের আয় ৪,৩৪০ কোটি টাকা থাকলেও ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৬৯.১৪ কোটি টাকায়। এই আয়ের সিংহভাগই (৬,১২৪.৮৫ কোটি টাকা) এসেছে স্বেচ্ছাদান বা অনুদান থেকে। এছাড়া ব্যাংক সুদ এবং দলীয় সদস্যপদ থেকেও আয় হয়েছে বড় অঙ্কের অর্থ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen