গঙ্গার বুকে ভাসল ‘সেবাশ্রয়’-র নৌকা! ডায়মন্ড হারবারে দোতলা অত্যাধুনিক শিবিরে চমক অভিষেকের

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্বাস্থ্য পরিষেবা প্রকল্প ‘সেবাশ্রয়’-কে কেন্দ্র করে সাজ সাজ রব ডায়মন্ড হারবারে। মঙ্গলবার গঙ্গার বুকে ‘সেবাশ্রয়’-র থিম দেওয়া একটি সুসজ্জিত নৌকা ভাসানো হয়, যেখানে সাংসদের কাট-আউট ও ফুটবল ক্লাবের লোগোও ছিল। এদিন এসডিও ময়দানে নবনির্মিত দোতলা মডেল ক্যাম্পটি নিজে পরিদর্শন করেন অভিষেক।

এবারের মডেল ক্যাম্পটি আক্ষরিক অর্থেই নজিরবিহীন। শিবিরের পরিকাঠামো যে কোনও বেসরকারি হাসপাতালকে হার মানাবে। এই প্রথম কোনও শিবিরে আইসিইউ (ICU) সুবিধা রাখা হয়েছে, যেখানে ইতিমধ্যেই রোগীদের চিকিৎসা চলছে।

মঙ্গলবার ডায়মন্ড হারবারের এই শিবিরে উপস্থিত হয়ে নিজ হাতে বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ‘সেবাশ্রয়’-এর প্রথম পর্বের পরিকাঠামো যে কোনও নামী বেসরকারি হাসপাতালকে সমানে সমানে টক্কর দিয়েছিল। তবে ডায়মন্ড হারবারের এই দ্বিতীয় পর্বের আয়োজন যেন নিজের আগের সমস্ত রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen