SIR in Bengal: পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, শীর্ষ আদালতের নির্দেশ পর কোন পথে কমিশন?

January 21, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: আবারও মেয়াদ বাড়ানো হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার। শীর্ষ আদালতের নির্দেশের পর বাংলায় বদলে যেতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন, কমিশন সূত্রে এমনই খবর মিলছে। আরও শোনা যাচ্ছে, চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছিয়ে যেতে পারে। যদিও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বুধবার নির্দেশিকা প্রকাশ করা হবে।

কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে। নির্দেশিকাগুলি পালন করতে গিয়ে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না বলেই শোনা যাচ্ছে। আগেই ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে। SIR প্রক্রিয়ায় একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছে আদালত। লজিক্যাল ডিসক্রেপেন্সি অনুয়ায়ী, শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তালিকা প্রকাশের কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তাতে করে স্বাভাবিক নিয়মেই চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে।

তালিকাগুলি ওয়ার্ড, পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথা বলা হয়েছে। শুনানিতে ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিভ কপি দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। এছাড়াও একাধিক নির্দেশ রয়েছে।
কমিশনের সূত্রের দাবি, নির্দেশিকাগুলি মানতে গিয়ে সময় লাগতে পারে। বদলে যেতে পারে, চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর।

উল্লেখ্য, মাসাধিক সময় ধরে ইনিউমারেশন চলার পর ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলেছে। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হেয়ারিং প্রক্রিয়া চলার কথা। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা।
এখন দেখার কমিশন মেয়াদ বাড়ায় কি-না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen