লোকসভায় পাল্টাচ্ছে নিয়ম! কীভাবে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করাবেন দেশের সাংসদেরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: বদলে যাচ্ছে সাংসদদের উপস্থিতি নথিভুক্তির নিয়ম। এবার থেকে লোকসভায় (Lok Sabha) নির্দিষ্ট আসনে বসেই নিজেদের উপস্থিতি নথিভুক্ত করাতে হবে সাংসদদের। আগামী বাজেট অধিবেশন থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
এতদিন সাংসদেরা সংসদে যে কোনও জায়গা বসেই উপস্থিতি নথিভুক্ত করতে পারতেন। এমনকী সংসদ প্রঙ্গণের যে কোনও জায়গা থেকেই এ কাজ করা যেত। সেই নিয়মেই পরিবর্তন আসছে। অধ্যক্ষের দাবি, স্বচ্ছতার জন্যই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংসদেরা নির্দিষ্ট আসনে বসলে তবেই হাজির বলে গণ্য হবেন।
এবার থেকে লোকসভায় সাংসদেরা নিজেদের আসনে সশরীরে উপস্থিত থাকলে তবে সংশ্লিষ্ট সাংসদের
উপস্থিতি নথিভুক্ত হবে। মঙ্গলবার এমনই জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার স্পিকার আরও জানান, সংসদের অধিবেশন শুরু হওয়া থেকে জনপ্রতিনিধিদের থাকতে উৎসাহিত করা যাবে এই পদক্ষেপের ফলে। শাসক, বিরোধী উভয়পক্ষই লোকসভায় সাংসদদের উপস্থিতি নিয়ে ভুগেছেন বার বার বিল পাশ থেকে জরুরি আলোচনা, সংসদে উপস্থিতি সাংসদদের দেখা মেলেনি। প্রক্সি উপস্থিতি নিয়েও সমস্যা আছে। মনে করা হচ্ছে, অধিবেশনের সময় সশরীরে সাংসদদের উপস্থিতি বাড়াতেও এমন নিয়ম প্রণয়ন করা হচ্ছে।