কেন্দ্র সরকারের কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারে রাজ্য পুলিশ, সবুজ সংকেত শীর্ষ আদালতের

January 21, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৬: ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের। কেন্দ্র সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারে রাজ্য পুলিশ, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে, রাজ্য পুলিশ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৯৮-র অধীনে অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন। চার্জশিট দখল করার ক্ষমতাও রয়েছে রাজ্য পুলিশের হাতে।

এই মামলার সূচনা রাজস্থান থেকে। রাজস্থানে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতিতে নাম জড়ায় এক কেন্দ্রীয় কর্মচারীর। রাজ্য পুলিশ তদন্ত শুরু করে। আদালতে চার্জশিটও পেশ করে। চার্জশিটে ওই কেন্দ্রীয় কর্মচারীর নাম উল্লেখ ছিল। তাঁর দাবি, তিনি কেন্দ্রীয় কর্মচারী। তাঁর বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার নেই রাজ্য পুলিশের। এমন তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই করতে পারে কেবল। তাই এই তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জানান ওই কর্মচারী। রাজস্থান হাই কোর্টে পুলিশি তদন্তের বিরুদ্ধে মামলা করেন অভিযুক্ত কেন্দ্রীয় কর্মচারী। তাঁর আবেদন খারিজ করে রাজস্থান হাই কোর্ট। তারপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যের মধ্যে ঘটা যে কোনও ধরনের দুর্নীতির তদন্ত করার অধিকার আছে রাজ্য পুলিশের। কেন্দ্রীয় কর্মচারী হলেও তদন্তে কোনও বাধা নেই। এই মামলার পরিপ্রেক্ষিতে, দুর্নীতির বিরুদ্ধে তদন্তে রাজ্য পুলিশের ভূমিকা কী হতে পারে তা ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইন অনুসারে কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্তের জন্য ‘সরকার’-র অনুমোদনের প্রয়োজন। তার মানে এই নয়, কোনও তদন্ত নির্দিষ্ট কোনও সংস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে। রাজ্যের সীমানার মধ্যে কোনও দুর্নীতি অভিযোগ থাকলে, তা তদন্ত করার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে রাজ্যের দুর্নীতি দমন শাখার। এর জন্য আলাদা করে কেন্দ্রীয় সরকারের বা সিবিআইয়ের কোনও অনুমতি প্রয়োজন নেই।

কেন্দ্রীয় কর্মচারীই দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করতে পারেন না।
কোনও কেন্দ্রীয় কর্মচারীর বিরুদ্ধে তদন্তে বাধা থাকছে রাজ্য প্রশাসনের, এই অভিযোগ একাধিকবার উঠেছে। সুপ্রিম কোর্টের রায়ে সেই বাধা দূর হল। এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন আইনজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen