২৭ বছরের অধ্যায়ের শেষ, নাসা থেকে অবসর নিলেন সুনীতা উইলিয়ামস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৩: মার্কিন মহাকাশ সংস্থা নাসা থেকে অবসর নিলেন মানব মহাকাশ অভিযানের ইতিহাসে অন্যতম সফল ও অনুপ্রেরণাদায়ী নভোচর সুনীতা উইলিয়ামস। টানা ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন তিনি। অবসরের ঠিক আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) তাঁর ঐতিহাসিক ও অপ্রত্যাশিত ন’মাসের দীর্ঘ মিশন এই যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে।
নাসার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে অবসর কার্যকর হয়েছে সুনীতা উইলিয়ামসের। নাসা অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান বলেন, “মানব মহাকাশ অভিযানে সুনীতা একজন পথপ্রদর্শক। স্পেস স্টেশনে তাঁর নেতৃত্ব এবং লো আর্থ অরবিটে বাণিজ্যিক অভিযানের পথ তৈরিতে তাঁর অবদান ভবিষ্যৎ অনুসন্ধানের ভিত্তি গড়ে দিয়েছে।”
গুজরাটের মেহসানা জেলার ঝুলাসানে জন্ম সুনীতার বাবার, যিনি পরে আমেরিকায় পাড়ি দেন। ব্যক্তিগত জীবনে স্বামী মাইকেলের সঙ্গে কুকুরদের নিয়ে সময় কাটানো, শরীরচর্চা, বাড়ি সংস্কার, গাড়ি ও উড়োজাহাজ নিয়ে কাজ এবং ট্রেকিং–ক্যাম্পিং তাঁর পছন্দের তালিকায়।
২০০৬ সালে স্পেস শাটল ডিসকভারিতে প্রথম মহাকাশযাত্রা শুরু। একাধিক অভিযানে ফ্লাইট ইঞ্জিনিয়ার ও পরে ISS-এর কমান্ডার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৪ সালে বোয়িং স্টারলাইনারে তৃতীয় ও দীর্ঘতম অভিযানে গিয়ে টানা ২৮৬ দিন মহাকাশে কাটান, যা তাঁকে দীর্ঘতম একক স্পেসফ্লাইটের তালিকায় ষষ্ঠ স্থানে রাখে।
মোট ন’টি স্পেসওয়াকে ৬২ ঘণ্টার বেশি সময় কাটিয়ে মহিলাদের মধ্যে রেকর্ড গড়েছেন সুনীতা উইলিয়ামস। মহাকাশে প্রথম ম্যারাথন দৌড়নো মানুষও তিনিই। বিজ্ঞান, নেতৃত্ব ও অদম্য মানসিকতার প্রতীক হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন এই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ নায়িকা।