হিরোশি ইবুসুকির বিকল্প মিলল অবশেষে, স্প্যানিশ গোলমেশিন ইউসুফ এজ্জেজ্জারি ইস্টবেঙ্গলের পথে

January 21, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: ইস্টবেঙ্গল এফসি আইএসএল ২০২৫–২৬ মরশুমের আগে বড়সড় চমক দিতে চলেছে। আক্রমণভাগ মজবুত করতে স্পেনে-জন্ম, মরক্কো বংশোদ্ভূত স্ট্রাইকার ইউসেফ এজ্জেজ্জারিকে দলে নেওয়ার পথে লাল-হলুদ শিবির। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা। চুক্তিটি ২০২৫–২৬ মরশুমের শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

ক্লাব সূত্রে খবর, দুই পক্ষের মধ্যে ইতিমধ্যেই চুক্তির শর্তাবলি নিয়ে সমঝোতা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। হিরোশি ইবুসুকির পরিবর্ত হিসেবেই এজ্জেজ্জারিকে দলে আনার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। দলের গোলসংকট মেটাতেই এই অভিজ্ঞ বিদেশি স্ট্রাইকারের উপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট।

ইউসেফ এজ্জেজ্জারি এশিয়ার একাধিক লিগে নিজের গোল করার ক্ষমতা প্রমাণ করেছেন। স্পেনের নিচের ডিভিশনে কেরিয়ার শুরু করার পর নিয়মিত খেলার সুযোগের খোঁজে তিনি বিদেশে পাড়ি দেন। ইন্দোনেশিয়ার লিগা ১-এ পার্সিক কেদিরির হয়ে ৩২ ম্যাচে ১৮ গোল করে নজর কেড়েছিলেন এই স্ট্রাইকার। এরপর কম্বোডিয়ার ভিসাখা এফসিতে ১১ ম্যাচে করেন ১০ গোল। সিঙ্গাপুর প্রিমিয়ার লিগেও শুরুটা ছিল দুর্দান্ত।

সাম্প্রতিক সময়ে তানজং পাগার ইউনাইটেডের হয়ে ছয় ম্যাচে পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন এজ্জেজ্জারি। শারীরিক শক্তি, আক্রমণাত্মক মুভমেন্ট, প্রেসিং এবং বক্সের ভিতরে উপস্থিতিই তাঁর মূল শক্তি।

এজ্জেজ্জারির আগমনে ইস্টবেঙ্গলের আক্রমণভাগে বাড়তি ভারসাম্য আসবে বলেই মনে করা হচ্ছে। দ্রুত নতুন লিগের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকায় আইএসএলেও তাঁর প্রভাব পড়তে বেশি সময় লাগবে না বলেই আশাবাদী লাল-হলুদ সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen