শুরু হচ্ছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, বইপ্রেমীদের আমন্ত্রণ ‘হাসো ও হাসি’র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫০: অপেক্ষার মাত্র একদিন। বৃহঃস্পতিবার শুরু হচ্ছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলা উপলক্ষ্যে বইপ্রেমী, পাঠক, লেখকদের আমন্ত্রণ জানাচ্ছে ‘হাসো ও হাসি’। উল্লেখ্য, ‘হাসো ও হাসি’ হল কলকাতা বইমেলার ‘ম্যাসকট’। ৪৮তম কলকাতা বইমেলার মূল আকর্ষণ ছিল ‘হাসো ও হাসি’।
সমাজ মাধ্যমে বইমেলার আয়োজক অর্থাৎ প্রকাশক ও বই বিক্রেতাদের গিল্ড একটি ভিডিও পোস্ট করেছে। কলকাতা বইমেলার অফিসিয়াল ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে স্প্যানিশ ভাষায় এবং পরে বাংলায় হাসো ও হাসি বইমেলা উপলক্ষ্যে আমন্ত্রণ জানাচ্ছে। কলকাতা বইমেলায় তারা স্বাগত জানাচ্ছে। দেখা যাচ্ছে, বই হাতে হেঁটে বেড়াচ্ছে হাসো এবং হাসি। বিগত বছরের তুলনায় তাদের ভোল বদলেছে অনেকটাই।
বিগত বছর বইমেলায় বিশেষ আকর্ষণ ছিল ম্যাসকট। প্রথমবারের জন্য ম্যাসকট পেয়ে খুশি হয়েছিলেন বইপ্রেমীরা। ‘সেলফি’ তুলেছেন সকলেই। বাচ্চাদের সঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছিল ম্যাসকটদের। হাঁসের আদলে চশমা চোখে চেনা বাঙালি সাজে মেলায় দেখা মিলছিল দুই ম্যাসকটের। এবারেও মেলায় তাদের ঘুরে বেড়াতে দেখা যাবে।