প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে, DGP নিয়োগে বেঁধে দেওয়া হল সময়সীমা

January 21, 2026 | 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৪: রাজ্য পুলিশের ডিজি নিয়োগ ঘিরে অচলাবস্থা কি কাটবে? ক্যাট নির্দেশ দিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যকে ডিজি নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠাতে হবে। UPSC-কেও বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। ক্যাট জানিয়েছে, রাজ্য সরকারকে আগামী ২৩ জানুয়ারি ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে। তার প্রেক্ষিতে ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে।

বুধবার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলার ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। আগামী ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল তৈরি করবে। ইউপিএসসি ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে।

রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগে নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা শুরু হয়েছে। ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি-র পদ থেকে অবসর নেওয়ার কথা আইপিএস রাজীব কুমারের। স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো পুলিশকর্তাদের নামের প‍্যানেল ফেরত পাঠায় কেন্দ্র। UPSC আগেই জানিয়েছে, স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে পাঠাতে হত ওই প‍্যানেল। পূর্ব স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তিনি অবসর নেন ২০২৩ সালে ডিসেম্বর মাসে। ওই সময়কে ‘ডেট অফ ভেকেন্সি’ মনে করছে ইউপিএসসি।

আইপিএস অফিসার রাজেশ এই মুহূর্তে রাজ্যের গণশিক্ষাপ্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্যসচিব। অল্প কয়েক দিনের মধ্যেই তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইব্যুনালে তিনি তাঁর আবেদনে জানিয়েছিলেন, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। ওই মামলায় বুধবার ক্যাট জানিয়েছে, রাজ্য সরকারের জন্য কোনও আইপিএস অফিসারকে বঞ্চিত করা যায় না। এই মামলার পরবর্তী শুনানি হবে ১১ মার্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen