KDMC Election: বিজেপিকে টেক্কা দিতে রাজ ঠাকরের শরণে শিণ্ডে, মহারাষ্ট্রে মহাজুটির অন্দরেই ফাটল?

January 21, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের এক নাটকীয় মোড়। মুম্বইয়ের মেয়র পদ নিয়ে যখন মহাজুটির অন্দরেই চলছে দড়ি টানাটানি। এই আবহে কল্যাণ-ডম্বিভলি পুরসভায় (KDMC) তৈরি হল এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিনের মিত্র বিজেপি (BJP) যাতে মেয়র পদ দখল করতে না পারে, তা নিশ্চিত করতে এবার রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সঙ্গে হাত মেলাল একনাথ শিণ্ডের শিবসেনা। রাজনৈতিক মহলের মতে, বিজেপিকে কড়া বার্তা দিতেই বিরোধী শিবিরে থাকা রাজ ঠাকরের দিকে হাত বাড়িয়ে দিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)।

সদ্য সমাপ্ত পুরভোটের ফলাফলের নিরিখে কল্যাণ এলাকা একনাথ শিণ্ডের গড় হিসেবেই পরিচিত। এখানকার সাংসদ শিণ্ডে-পুত্র শ্রীকান্ত। নির্বাচনে বিজেপি এবং শিণ্ডে সেনা একজোটে লড়লেও, ফলাফলের পর সমীকরণে জটিলতা দেখা দেয়। ১২২ আসনের কল্যাণ-ডম্বিভলি পুরসভায় শিণ্ডে সেনা ৫৩টি এবং বিজেপি ৫০টি আসনে জয়লাভ করে। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা ১১টি এবং রাজ ঠাকরের এমএনএস ৫টি আসন দখল করে।

সূত্রের খবর, মেয়র পদে ভোটাভুটি হলে বিজেপি যাতে অন্য দলের কর্পোরেটর ভাঙিয়ে ক্ষমতা দখল করতে না পারে, সেই আশঙ্কা থেকেই আগেভাগে ঘুঁটি সাজিয়েছে শিণ্ডে শিবির। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এমএনএস-এর জয়ী ৫ জন কর্পোরেটরকে নিজেদের দলে যোগদান করান সাংসদ শ্রীকান্ত শিণ্ডে। এর ফলে পুরসভায় শিণ্ডে সেনার মোট শক্তি বেড়ে দাঁড়াল ৫৮, যা ম্যাজিক ফিগার ৬২-এর খুব কাছাকাছি। যদিও এই জোটকে ‘সুবিধাবাদী’ বলতে নারাজ দুই পক্ষই। এমএনএস নেতাদের দাবি, কল্যাণের উন্নয়নের স্বার্থেই দলের অনুমতি নিয়ে তাঁরা শিণ্ডে সেনার সঙ্গে হাত মিলিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমীকরণের শিকড় লুকিয়ে আছে মুম্বই পুরসভার (BMC) মেয়র পদের লড়াইয়ে। BMC-তে মেয়র পদ নিজেদের দখলে রাখতে শিণ্ডে সেনা এবং বিজেপির মধ্যে ঠান্ডা লড়াই চলছে। এমতাবস্থায় একনাথ শিণ্ডে বুঝিয়ে দিলেন, প্রয়োজনে তিনিও নতুন বিকল্পের সন্ধান করতে পারেন। ধারণা করা হচ্ছে, মুম্বইয়ের মেয়র পদ বিজেপিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কল্যাণ ও নাসিক পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদ দাবি করতে পারেন শিণ্ডে। আর তা না হলে, রাজ ঠাকরের হাত ধরে বিজেপিকে চাপে ফেলার রাস্তা তো তিনি খোলাই রাখলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen