জয় দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার, প্রথম ম্যাচে ৪-০ গোলে নাগাল্যান্ডকে পরাজিত করলো সঞ্জয় সেনের ছেলেরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: নাগাল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা। মাঠের দূরত্ব দীর্ঘ যাত্রা কোনও কিছুই থামাতে পারল না সঞ্জয় সেনের ছেলেদের। ম্যাচের আগে যেখানে প্রস্তুতি ঘিরে কিছুটা উদ্বেগ ছিল, মাঠে নেমে সেখানেই তার জবাব দিল বঙ্গ ব্রিগেড।
বাংলা দল আপাতত অসমের ডিব্রুগড় জেলার মানকাটায় একটি হোটেলে রয়েছে। সেখান থেকে ম্যাচ খেলতে যেতে হয়েছে লখিমপুর জেলার ঢেকুয়াখানায় এই দুই জায়গার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। দীর্ঘ বাসযাত্রা, তার উপর মাঠ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতার অভাব—সব মিলিয়ে দলের সামনে চ্যালেঞ্জ কম ছিল না। তবে নাগাল্যান্ড দলের ভিডিও বিশ্লেষণ করে পরিকল্পনা সাজিয়েই মাঠে নামে সঞ্জয় সেনের ছেলেরা, আর সেই ফল মেলে ম্যাচের শুরুতেই।
ম্যাচের শুরুতেই রবি হাঁসদারের গোলে এগিয়ে যায় বাংলা। আক্রমণে একের পর এক ঢেউ তুলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত হেডে ব্যবধান বাড়ে। মাঝেমধ্যে নাগাল্যান্ড সুযোগ পেলেও বাংলার গোলরক্ষকের বদান্যতায় বিপদ কাটে। বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়ে ড্রেসিং রুমে যায় বাংলা।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবিটা বদলায়নি। ৪৮ মিনিটে আকাশ হেমব্রম গোল করে স্কোরলাইন ৩-০ করে বাংলা। এরপর পুরো ম্যাচ নিজেদের দখলেই রাখে বঙ্গ ব্রিগেড। শেষদিকে আকিব নবাবের গোলে কার্যত ম্যাচের ইতি টানে বাংলা। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সঞ্জয় সেনের দল। গতবারের চ্যাম্পিয়নরা আবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে যে প্রস্তুত তা পরিষ্কার আজকের ম্যাচের পরে।