ট্রাম্পের ভিসা-নীতির ধাক্কা! মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া ভর্তির হার কমল ৭৫ শতাংশ

January 21, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২২: গত এক দশকে যে চিত্র দেখা যায়নি, এবার সেটাই বাস্তব। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দ্বিতীয় জমানার শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দিতে ইচ্ছুক ভারতীয় পড়ুয়ারা। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া ভর্তির হার একধাক্কায় প্রায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। বিগত ১০ বছরে ভর্তির হারে এত বড় পতন আর কখনও দেখা যায়নি।

সাধারণত আগস্ট থেকে অক্টোবর মাস- এই সময়টিকেই মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির ‘ভরা মরশুম’ বলা হয়। কিন্তু পরিসংখ্যান বলছে, চলতি বছরে এই সময়সীমার মধ্যে ভারতীয় ছাত্রছাত্রীদের নথিভুক্তিকরণ বা এনরোলমেন্টের হার তলানিতে ঠেকেছে। এর নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসছে মার্কিন ভিসার (Visa) আবেদন ঢালাওভাবে খারিজ হওয়া এবং ইন্টারভিউয়ের স্লট না পাওয়া।

মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই অভিবাসন ও ভিসা নীতি নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সির প্রথম বছরেই হাজার হাজার ভারতীয় পড়ুয়ার ‘আমেরিকান ড্রিম’ বা মার্কিন মুলুকে পড়াশোনার স্বপ্ন কার্যত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রশাসনিক জটিলতা এবং স্ক্রুটিনিতে অত্যধিক কড়াকড়ির ফলে মেধাবী পড়ুয়ারাও আজ আমেরিকার পথ মাড়াতে ভয় পাচ্ছেন।

শিক্ষামহলের মতে, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, দারুণ ফলাফল করা সত্ত্বেও বহু শিক্ষার্থী সেরা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদনের সাহস পাচ্ছেন না। ভিসার আবেদন বাতিল হওয়ার ভীতি গ্রাস করেছে তাঁদের। একদিকে ইন্টারভিউ স্লটের অভাব, অন্যদিকে আবেদন বাতিল হওয়ার আতঙ্ক। বহু ছাত্রছাত্রী এখন পড়াশোনার জন্য এক বছর অপেক্ষা করাকেই শ্রেয় মনে করছেন। সব মিলিয়ে, ট্রাম্পের কড়া ভিসা নীতির ফলেই ভারতীয় পড়ুয়াদের কাছে আমেরিকার দরজা ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen