বইমেলার উদ্বোধন, সরস্বতী পুজোর কেনাকাটা, শীতের পরিস্থিতি, আজ নজর কোন কোন খবরে?

January 22, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২০: বইমেলার উদ্বোধনে মমতা

আজ বাঙালির চতুর্দশ পার্বণের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ আনুষ্ঠানিকভাবে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair 2026) উদ্বোধন করবেন। আজ, ২২ জানুয়ারি থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে বই মেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ-বিদেশের বহু প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে মেলায়। নতুন বই প্রকাশ, সাহিত্য সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখকদের সঙ্গে পাঠকদের সাক্ষাৎ— সব মিলিয়ে বইমেলা হল বাঙালির প্রাণের উৎসবে।

সরস্বতী পুজোর বাজার

আগামীকাল সরস্বতী পুজো। বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি, কেনাকাটা। স্কুল, কলেজ, বারোয়ারি পুজোগুলি আজ পৌঁছে যাবে মাতৃ প্রতিমা। খাগের কলম, দোয়াত, পলাশ ফুলে হবে বাগদেবীর আরাধনা। তার আগে রীতিমতো অগ্নিমূল্য ফুল ও ফলের বাজার।

শ্রীপঞ্চমীতে উধাও শীত!

এবার সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া। বাগদেবীর আরাধনায় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা।

আলিপুর হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, আগামী সাত দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। গোটা রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি কুয়াশা থাকবে।

অভিষেকের ভার্চুয়াল বৈঠক

আজ দলের নেতা, পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR আবহে সংগঠন নিয়ে বার বার বৈঠকে বসেছেন অভিষেক। মনে করা হচ্ছে, আজকের বৈঠক থেকে নির্বাচন ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত বিষয়ে দলীয় নেতা, কর্মীদের বিশেষ কোনও বার্তা দিতে পারেন তৃণমূলের সেনাপতি।

শুরু হচ্ছে রঞ্জি ট্রফি

আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। প্রথম ম্যাচেই নামছে বাংলা। বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস।

কলকাতায় আসছেন ইডির ডিরেক্টর

তিন দিনের সফরে আজ রাজ্যে আসছেন ED-র ডিরেক্টর রাহুল নবীন। আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। কী কারণে তাঁর বঙ্গ সফর, তা এখনও স্পষ্ট নয়। ইডির সঙ্গে রাজ্য সরকারের সাম্প্রতিক সংঘাতের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কার্যত কোণঠাসা বাংলাদেশ। আইসিসির সভায় বুধবার ভোটাভুটিতে হেরে গিয়েছে তারা। যার অর্থ, ভারতেই বিশ্বকাপ খেলতে আসতে হবে বাংলাদেশকে। একদিন সময় দেওয়া হয়েছে তাদের। আজই সিদ্ধান্ত জানাতে হবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান ছাড়া আর কাউকে পাশে পায়নি।

WPL-এ মুখোমুখি ইউপি-গুজরাত

আজ, বৃহস্পতিবার মেয়েদের আইপিএল-এ বডোদরায় মুখোমুখি হচ্ছে ইউপি এবং গুজরাত। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen