Kolkata Metro: ফের সাতসকালে থমকে গেল মেট্রোর চাকা! নাজেহাল যাত্রীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৮:১৫: কলকাতার লাইফ লাইন মেট্রো ক্রমেই শহরবাসীর বোঝায় পরিণত হচ্ছে। বৃহস্পতিবার সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! যান্ত্রিক গোলযোগে বন্ধ রইল পরিষেবা। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলযোগের জেরে ব্যাহত হল পরিষেবা। হয়রানির শিকার হলেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ আংশিকভাবে পরিষেবা চলে। প্রায় ঘণ্টাখানেক পর পরিষেবা স্বাভাবিক হয়েছে।
আজ, সকালে মেট্রো কর্তৃপক্ষ জানায়, রবীন্দ্র সদন স্টেশনে যান্ত্রিক ত্রুটির জন্য পরিষেবা ব্যাহত হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান ও শহিদ ক্ষুদিরাম থেকে উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। গণ্ডগোলের জেরে ভোগান্তি বাড়ে যাত্রীদের। স্কুল পড়ুয়া ও অফিস যাত্রীরা গন্তব্যে পৌঁছতে সমস্যার মুখে পড়েন।
দীর্ঘদিন ধরেই মেট্রোর সমস্যায় নাজেহাল যাত্রীরা। মূলত ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনে বারবার সমস্যা দেখা দিয়েছে। উল্লেখ্য, ১৩ জানুয়ারি ব্লু লাইনে সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। তারপরেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করায় বন্ধ থেকেছে মেট্রো পরিষেবা। আজ, বৃহস্পতিবার ফের ব্যাহত হল মেট্রো চলাচল।