Kolkata International Book Fair 2026: আজ বইমেলার উদ্বোধন, তৈরি লেখক-পাঠক-বইপ্রেমীরা

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:১৫: শুরু হতে চলেছে বাঙালির চতুর্দশ পার্বণ। কলকাতা জুড়ে উৎসবের আমেজ। নতুন বইয়ের গন্ধ। আজ বিকেল চারটের সময় ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন। আজ থেকেই মেলা ভিড় জমাতে পারবেন পাঠকরা। মেলা চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত বইমেলায় ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। এবার তার থেকেও বেশি জনসমাগম আশা করছে গিল্ড। আজ উদ্বোধনের কারণে ৩, ৪, ৫ ও ৬ নম্বর গেট নিয়ন্ত্রণে থাকবে। গিল্ডের আশা প্রথম দিন সন্ধ্যাতেই পাঠকদের ঢল নামবে।

বিধাননগর কমিশনারেট তৈরি ভিড় নিয়ন্ত্রণে। মেট্রো এখন হাওড়া ও ধর্মতলায় সরাসরি সংযুক্ত। ২০২২ সালে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হয়েছিল। তারপর মেলায় পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়। এ বছর ধর্মতলা ও হাওড়া সংযুক্ত হয়েছে। পাঠকরাও মেট্রো পরিষেবার সুযোগ নিয়ে মেলায় আসবেন। ফলে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।

এবার প্রাক সুবর্ণজয়ন্তী বলে মেলা ঘিরে বাড়তি আবেগ রয়েছে। হাজারেরও বেশি বইয়ের স্টল রয়েছে এবার। অংশ নিচ্ছে ২১টি দেশ। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন তৈরি হচ্ছে কবি রাহুল পুরকায়স্থের নামে। প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের নামে বইমেলায় দু’টি তোরণ হচ্ছে।

ভিড় নিয়ন্ত্রণে ও নিরাপত্তার কারণে মেলাপ্রাঙ্গণ সিসি ক্যামেরায় মুড়েছে। বিধাননগরের পুলিশ সূত্রে খবর, হাজারেরও বেশি ফোর্স মোতায়েন থাকছে। থাকছে সাদা পোশাকের পুলিশ, অ্যান্টি ক্রাইম, নাইট গার্ড, উইনার্স, ই-স্কুটার ইত্যাদি টিম।
নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশের ছ’টি স্পেশাল বাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen