‘উনি বাবা ও স্বামী- দুই হিসেবেই ব্যর্থ’, হিরণের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মেয়ে নিয়াসা

January 22, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:১০:অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে টলিপাড়া। মঙ্গলবার বেনারসের ঘাটে ঋতিকা গিরির (Ritika Giri) সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার ছবি প্রকাশ্যে এনেছিলেন হিরণ। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই, বুধবার পুলিশের দ্বারস্থ হলেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chatterjee) ও তাঁর মেয়ে নিয়াশা। অনিন্দিতার স্পষ্ট অভিযোগ, আইনি বিচ্ছেদ বা ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ, যা সম্পূর্ণ বেআইনি।

এদিন আইনজীবী ও মেয়েকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হন অনিন্দিতা। থানা থেকে বেরিয়ে তিনি জানান, হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হিরণের প্রথম পরিবার ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে চাপানউতোর চরমে পৌঁছেছে।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঋতিকা গিরি দাবি করেছেন, হিরণের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্ক এবং অনিন্দিতাকে ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে। ঋতিকার এই দাবির পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন অনিন্দিতা। তিনি বলেন, “ডিভোর্সের নোটিশ ওভাবে পাঠানো যায় না। আইনজীবীর পাঠানো চিঠির মানেই ডিভোর্স হয়ে যাওয়া নয়। আদালত থেকে কোনও নোটিশ আসেনি।” তাঁর যুক্তি, ডিভোর্স যদি হয়েই গিয়ে থাকে, তবে সম্প্রতি হিরণ কেন তাঁর ও অনিন্দিতার নামে যৌথভাবে ফ্ল্যাট কিনেছেন?

অনিন্দিতা আরও দাবি করেন, তিনি এবং হিরণ ২০২৫ সালেও একসঙ্গে থেকেছেন, যার সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে তাঁর কাছে রয়েছে। ঋতিকার ‘পাঁচ বছরের সম্পর্ক’-এর দাবি উড়িয়ে দিয়ে অনিন্দিতা বলেন, “২০২১ সালের ভোটের সময় হিরণ খড়গপুরে ছিল, তখন ঋতিকাকে চিনত না। ৫ বছর সম্পর্ক থাকার দাবি হাস্যকর।”

বাবার দ্বিতীয় বিয়ে এবং এই পারিবারিক কাজিয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হিরণ ও অনিন্দিতার ১৯ বছরের মেয়ে নিয়াশা। মধ্য কলকাতার একটি নামী কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী তিনি। বাবার কীর্তিতে এদিন থানার বাইরেই কান্নায় ভেঙে পড়েন নিয়াশা। তিনি বলেন, “মা ফোন করে বলার পর সোশ্যাল মিডিয়ায় বাবার বিয়ের ছবি দেখলাম। বাবা কী করছে না করছে, সেটা সমাজমাধ্যম থেকে জানতে হচ্ছে। অন্য বন্ধুদের বাবাদের দেখলে নিজের বাবার কথা ভেবে খারাপ লাগে। উনি বাবা ও স্বামী- দুই হিসেবেই ব্যর্থ।” এই পরিস্থিতির জেরে আপাতত কলেজে যাওয়া বন্ধ রেখেছেন নিয়াশা।

ঋতিকার বয়স এবং আচরণ নিয়েও এদিন বিস্ফোরক দাবি করেছেন অনিন্দিতা। তিনি জানান, হিরণ নিজেই তাঁকে বলেছিলেন যে ঋতিকা তাঁকে ব্ল্যাকমেল করছেন। অনিন্দিতা ও নিয়াশার অভিযোগ, ঋতিকা প্রায়ই মেসেজ করে আত্মহত্যার হুমকি দেন। অনিন্দিতার কথায়, “আমি ২৫ বছর সংসার করে এসেছি। মাথায় সিঁদুর পরে, ভিয়েতনাম ঘুরলেই বউ হওয়া যায় না।”

এত বিতর্কের মধ্যেও এখনও পর্যন্ত হিরণ চট্টোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অনিন্দিতা জানিয়েছেন, তিনি সব প্রমাণ নিয়েই থানায় এসেছেন এবং পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগোবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen