ভারতে টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বদলে গ্রুপ সি-তে স্কটল্যান্ড?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: বাংলাদেশ আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২৬ নিয়ে বড় সিদ্ধান্ত নিলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, তারা ভারতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে খেলতে যাবে না। আইসিসি বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনা করতে এক দিনের আল্টিমেটাম দিলেও, বাংলাদেশ সরকার-এর সঙ্গে আলোচনা করে বিসিবি আগের সিদ্ধান্তেই অনড় থাকে। বিসিবির দাবি, ভারতে খেলোয়াড় ও অফিসিয়ালদের নিরাপত্তা নিশ্চিত নয়—এই কারণেই সফর বাতিল।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “আমরাও বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু ভারতের নিরাপত্তা ইস্যু আমাদের জন্য একই রকম রয়েছে। আগে আমাদের এক খেলোয়াড়কে তাদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। আইসিসি বলতেই পারে নিরাপত্তা সমস্যা নেই, কিন্তু যখন মুস্তাফিজুরের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, তখন বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হব?” তিনি আরও জানান, খেলোয়াড়দের সঙ্গে তার আলোচনা ব্যক্তিগত, তা প্রকাশ করবেন না। বিসিবির প্রস্তাব—ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হোক।
এদিকে আইসিসি ও বিসিসিআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিসিবি। তাদের অভিযোগ, ম্যাচ ভেন্যু বদলানোর আবেদন নাকচ করা হয়েছে এবং বোর্ড মিটিংয়ে কিছু “শকিং কল” এসেছে। বিসিবি বলছে, তারা লড়াই চালিয়ে যাবে। বিসিবি না খেললে গ্রুপ সি-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ঢুকতে পারে।