কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় ১০ জওয়ানের মৃত্যু, শোকপ্রকাশ অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৪: বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সেনার গাড়ি। জানা গেছে, একটি নির্দিষ্ট অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জওয়ানদের দলটি। গন্তব্যে পৌঁছানোর আগেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। সেনা সূত্রে খবর, দুর্ঘটনায় অন্তত ১০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত আরও ১০ জন জওয়ান।তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় জওয়ানদের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন নিজের X (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় আমাদের সাহসী জওয়ানদের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি আরও উল্লেখ করেন যে, কর্তব্যরত অবস্থায় ১০ জন সাহসী সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁর কথায়, “এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল যে, দেশের সেবায় আমাদের সেনাবাহিনী প্রতিদিন কতটা ঝুঁকি কাঁধে নিয়ে কাজ করেন।”
নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং এই অপূরণীয় ক্ষতির সময়ে তাঁদের পাশে আছি।” পাশাপাশি, দুর্ঘটনায় আহত জওয়ানদের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন তিনি।