ছত্তীসগঢ়ে স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ- মৃত ৬, আহত ৫

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: ছত্তীসগঢ়ের (Chhattisgarh) বলোদাবাজার-ভাটাপাড়া জেলায় স্পঞ্জ আয়রন কারখানায় (Sponge Iron factory) ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কারখানার ডাস্ট সেটলিং চেম্বার (DSC) বা ধূলিকণা জমার ইউনিটে কাজ চলছিল। আচমকাই বিকট শব্দে ওই চেম্বারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের জেরে চেম্বারের ভেতরে থাকা উত্তপ্ত গলিত লোহা ও লোহার গুঁড়ো ছিটকে শ্রমিকদের গায়ে এসে পড়ে। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় ৬ শ্রমিকের। কারখানায় উপস্থিত অন্যান্য শ্রমিকরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহত ৫ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ছত্তীসগঢ়ের স্বাস্থ্যমন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জেলাশাসককে আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। কী কারণে এই চেম্বার ফেটে গেল, তা নিছকই যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে কারও গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen