টানা ৫ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক! মাসের শেষে ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, 20:০৫: চলতি মাসের শেষে সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ। উৎসব, সরকারি ছুটি এবং ধর্মঘটের জেরে টানা ৫ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। আগামী ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের অধিকাংশ ব্যাঙ্ক শাখা বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে।
ছুটির তালিকা অনুযায়ী, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ জানুয়ারি চতুর্থ শনিবার এবং ২৫ জানুয়ারি রবিবার হওয়ায় থাকছে সাপ্তাহিক ছুটি। এরপর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। সবশেষে, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি। ফলে ওই দিনও শাখা খোলার সম্ভাবনা কম।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শাখা বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ এবং ইউপিআই (UPI) পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় এটিএমগুলিতে (ATM) নগদ টাকার সংকট দেখা দিতে পারে। তাই গ্রাহকদের ভোগান্তি এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ সেরে রাখা। পর্যাপ্ত নগদ টাকা তুলে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগামী ফেব্রুয়ারি (২০২৬) মাসেও একাধিক ছুটির কারণে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানা গিয়েছে।