SIR শুনানির নোটিসে স্ত্রীকে তলব, দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী স্বামী! উত্তপ্ত ইটাহার

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৫: স্ত্রীর নামে এসেছিল SIR শুনানির নোটিস। আর তাতেই গ্রাস করেছিল দেশছাড়া হওয়ার আতঙ্ক। সেই ভয়ের জেরে চরম পথ বেছে নিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের মুরালিপুকুরের বাসিন্দা চান্দু সরকার। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি বাগান থেকে ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পেশায় পরিযায়ী শ্রমিক চান্দুর স্ত্রী জিন্নাতুন বিবির এদিনই শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল। পরিবারের দাবি, এই নোটিস আসার পর থেকেই প্রবল মানসিক চাপে ছিলেন চান্দু। সকালে স্ত্রী যখন শুনানিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই নিখোঁজ হন তিনি। পরে তাঁর দেহ মিলতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি।

এই মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। দেহ আটকে ইটাহার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জনরোষের জেরে বন্ধ হয়ে যায় স্থানীয় হাইস্কুলের শুনানি প্রক্রিয়াও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন ও বিশাল পুলিশবাহিনী। পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen