সরস্বতী পুজোয় কমছে মেট্রো, তবে বইপ্রেমীদের জন্য রবিবারে সুখবর

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: বইপ্রেমীদের জন্য সুখবর! কলকাতা বইমেলার ভিড় সামলাতে ১ ফেব্রুয়ারি (রবিবার) ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও আসন্ন সরস্বতী পুজো উপলক্ষ্যে মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। বইপ্রেমীদের সুবিধার্থে রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সরস্বতী পুজো ও নেতাজির জন্মদিনে পরিষেবার সংখ্যা কমানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজোর ছুটিতে ব্লু এবং ইয়েলো লাইনে কম মেট্রো চলবে। ওইদিন ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) ২৭২টির পরিবর্তে ২৩৬টি এবং ইয়েলো লাইনে ১২০টির বদলে ৯২টি মেট্রো চালানো হবে। শুক্রবার শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো ৬টা ৫০ মিনিটের পরিবর্তে ৬টা ৫৪ মিনিটে ছাড়বে। পাশাপাশি রাতে শেষ মেট্রোর সময়সূচিতেও সামান্য পরিবর্তন করা হয়েছে। তবে অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

অন্যদিকে, বইমেলার ভিড় সামাল দিতে আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ব্লু লাইনে বিশেষ পরিষেবা দেবে মেট্রো। ওইদিন ১৩০টির পরিবর্তে মোট ১৬০টি মেট্রো চালানো হবে। পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। বইমেলা ফেরত যাত্রীদের কথা ভেবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিটের বদলে ৯টা ৩৩ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen