মনীষী-অপমানে কেন্দ্রের বিরুদ্ধে ‘নীরব প্রতিবাদ’! সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় বঙ্কিম-রবীন্দ্র-নেতাজি

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৫: শীতকালীন অধিবেশনে বাংলার মনীষীদের নাম ও পদবি নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতাদের একাধিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ‘বঙ্কিমদা’ থেকে শুরু করে অমিত শাহের ‘রবীন্দ্রনাথ সান্যাল’ বা গজেন্দ্র শেখাওয়াতের ‘বঙ্কিমদাস’ সম্বোধনে ক্ষুব্ধ হয়েছিল বাংলা। এবার সাধারণতন্ত্র দিবসের প্যারেডে সেই অপমানেরই যেন ‘নীরব জবাব’ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবারের বাংলার ট্যাবলোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘বাংলা ও বাঙালি অস্মিতা’ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের ভূমিকা। এবারে বাংলার থিম, ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা।’

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোর সম্মুখভাগেই থাকছেন আনন্দমঠ রচনায় মগ্ন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্যামবাজারের আদলে ঘোড়ার পিঠে নেতাজি সুভাষচন্দ্র বসু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেদিনীপুরের দুই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরাকে ট্যাবলোয় স্থান দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কৌশলী বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও দেশবন্ধু চিত্তরঞ্জন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ, বিনয়-বাদল-দীনেশ সহ বহু মনীষী এবং ঐতিহাসিক আলিপুর জেলকেও সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

রাজ্য সরকারের এই উদ্যোগকে রাজনৈতিক মহল কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ‘মৌন প্রতিবাদ’ হিসেবেই দেখছে। এ প্রসঙ্গে রেসিড্যান্ট কমিশনার অফিসের তরফে জানানো হয়েছে, দেশবাসীর কাছে স্বাধীনতা সংগ্রামে বাংলা ও বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen