আজ সরস্বতী পুজো, ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি, কোন কোন খবরে নজর থাকবে দিনভর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৮: আজ সরস্বতী পুজো
আজ শ্রীপঞ্চমী, মাঘের শুক্লপক্ষের এই তিথিতে বিদ্যার দেবীর আরাধনায় মাতে সকলে। সকাল থেকে দিকে দিকে দেবীর পুজো চলছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উপচে পড়ছে ভিড়। সব মিলিয়ে রাজ্য জুড়ে উৎসবের আমেজ।
ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
আজ, ভারত এবং নিউজিল্যান্ড (India Vs New Zealand) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। নাগপুরে প্রথম ম্যাচে ৪৮ রানে জিতেছেন সূর্য কুমাররা। আজ খেলা রায়পুরে। সূর্যের ফর্ম নিয়েও চিন্তা থাকছে। রান পাহাড় খাড়া করে জিতলেও ভারতীয় বোলিং প্রথম ম্যাচ বেশ নড়বড়ে ছিল। দ্বিতীয় ম্যাচ জিতে কি সিরিজে এগিয়ে যেতে পারবে ভারত? না-কি সমতা ফেরাবে কিউইরা? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে এবং জিয়োহটস্টার অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।
সরস্বতী পুজোতেও শীত উধাও!
সরস্বতী পুজোতেও উধাও হাড় কাঁপানো ঠান্ডা। মাঘ পড়তেই আর দেখা নেই জাঁকিয়ে পড়া শীতের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহখানেক রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি কুয়াশার দাপট চলবে।
কলকাতায় ইডি-র ডিরেক্টরের বৈঠক
তিনদিনের সফরে শহরে এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। আজ সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। শোনা যাচ্ছে, শহরে যে সমস্ত ‘হাই প্রোফাইল’ মামলা ইডির তদন্তের আওতায় রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন রাহুল।