Saraswati Puja 2026: নিজের লেখা গানে রাজ্যবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫০: আজ সরস্বতী পুজো (Saraswati Puja)। বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে রাজ্যবাসীকে নিজের লেখা গানে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিগত কয়েক বছর যাবৎ বাঙালির প্রায় সব উৎসব, পার্বণে নিজের লেখা, সুরারোপিত গানে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মমতা। সরস্বতী পুজোতেও তার ব্যতিক্রম হল না।
শুক্রবার বাগদেবীর পুজোর সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মমতা লিখলেন, ‘সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’ সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখছেন, ‘আজ বসন্ত পঞ্চমীতে/যৌবন এসো নতুন স্রোতে/ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন/হতাশাকে করো ছিন্ন। সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’
গানটির কথা ও সুর করেছেন খোদ মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন বিধায়ক, সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। মুখ্যমন্ত্রীর পোস্ট করা গানের ভিডিওটি সেজে উঠেছে সরস্বতী পুজোর প্রস্তুতি ও প্রকৃতির দৃশ্যকল্পে।
বাংলাজুড়ে আজ উৎসবের আমেজ। আজ, নেতাজির জন্মদিন। সর্বত্র দিনটি উদযাপিত হচ্ছে। একইদিনে পড়েছে সরস্বতী পুজো। বাড়িতে বাড়িতে চলছে পুজোর আয়োজন। স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছবিও একই। পাশাপাশি শুরু হয়েছে কলকাতা বইমেলা। সব মিলিয়ে সাজ সাজ রব।