Kolkata International Book Fair 2026: বইমেলায় যাতায়াত এবার আরও সহজ, রইল বিস্তারিত তথ্য

January 23, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২১: ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হয়েছে ২২ জানুয়ারি, বৃহস্পতিবার। সল্টলেকের করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্ক মেলার মাঠে অর্থাৎ বইমেলা প্রাঙ্গণে বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত বছর বইমেলায় ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। এবার আরও বাড়বে ভিড়। মেট্রো এখন হাওড়া ও ধর্মতলায় সরাসরি সংযুক্ত। ২০২২ সালে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হয়েছিল। তারপর মেলায় পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়। এ বছর ধর্মতলা ও হাওড়া সংযুক্ত হয়েছে। পাঠকরাও মেট্রো পরিষেবার সুযোগ নিয়ে মেলায় আসবেন। ফলে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রাক সুবর্ণজয়ন্তী বলে মেলা ঘিরে বাড়তি আবেগ রয়েছে। হাজারেরও বেশি বইয়ের স্টল রয়েছে এবার। এবার বইমেলায় যাতায়াত অনেক সহজ হয়েছে।

বাস:

বইমেলা উপলক্ষ্যে আজ, শুক্রবার ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বাসের বিশেষ পরিষেবা মিলবে। ছুটির দিনে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকে। পরিবহণ দপ্তর বইমেলা উপলক্ষ্যে বিশেষ বাসের পরিষেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রুটের বাস বইমেলা প্রাঙ্গণ সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। করুণাময়ী বাস স্ট্যান্ড ছাড়াও ময়ূখ ভবনের সামনে থেকে বিভিন্ন রুটের বাস ছাড়বে বলে খবর। ইএম বাইপাস ধরে যে সব রুটের বাস চলে, বইমেলা উপলক্ষ্যে ওই সব রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। ২৩, ২৪, ২৫, ২৬, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি বাস পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্টোডাঙা সংলগ্ন পিএনবি মোড় থেকে সিএ আইল্যান্ডের মধ্যে সরকারি বাসের শাটল পরিষেবা চালু থাকবে।

ডানলপ-শ্যামবাজার, লেক টাউন-উল্টোডাঙা, এয়ারপোর্ট ১ নম্বর গেট থেকে চিনার পার্ক-কলেজ মোড়, ডানলপ-শ্যামবাজার-উল্টোডাঙা স্টেশন-পিএনবি মোড় হয়ে বইমেলার বাস চলবে। হাওড়া স্টেশন যাওয়ার জন্য রয়েছে দুটি বাস – AC 12, C25। আবার সাঁতরাগাছি যাওয়ার জন্য রয়েছে VS 12। যাদবপুর যাওয়ার জন্য রয়েছে AC 9 এবং S9। দক্ষিণ এবং পশ্চিমে পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, জোকা, গড়িয়াহাট, ঠাকুরপুকুর, টালিগঞ্জ মেট্রো থেকে বইমেলা অভিমুখে সরকারি বাস চলবে। পশ্চিমে মন্দিরতলা, হাওড়া স্টেশন, বালি হল্ট থেকে বইমেলা পর্যন্ত যাবে বাস। এ ছাড়াও গড়িয়া, কামালগাজি, বারুইপুর, যাদবপুর থেকে বইমেলা অভিমুখে বাস চলবে। পর্ণশ্রী যাওয়ার জন্য রয়েছে S4। শকুন্তলা পার্ক, জোকা এবং গড়িয়াহাট যাওয়ার জন্য রয়েছে S 22 এবং 46। গড়িয়া এবং কামালগাজি যাওয়ার জন্য S14। বারুইপুর যাওয়ার জন্য রয়েছে S12। বারাসাত যাওয়ার জন্য রয়েছে AC 36, EB 12 এবং D 19B। ব্যারাকপুর যাওয়ার জন্য রয়েছে S 15। আবার বালি হল্ট যাওয়ার জন্যও রয়েছে বেশ কিছু বাস। সেগুলি হল AC 23 এবং S 23। বইমেলা থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য রয়েছে AC 38। বালি হল্টগামী বাসগুলোও এয়ারপোর্ট হয়ে যাবে।

মেট্রো: এই প্রথম মেট্রোর মাধ্যমে হাওড়া ও এয়ারপোর্ট থেকে সরাসরি বইমেলা প্রাঙ্গণে পৌঁছনো যাবে। উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং অন্যান্য জেলা থেকে আসা বিপুল সংখ্যক বইপ্রেমীরা যাতায়াতের জন্য মেট্রো ব্যবহার করতে পারবেন। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শেষ মেট্রোটি মেলার সমস্ত দিন রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে। মেলায় একটি বিশেষ বুথও থাকবে, মেলায় আসা মানুষ সেই বুথ থেকে UPI-এর মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

এছাড়াও শিয়ালদহ, রাজাবাজার, মন্দিরতলা ও উল্টোডাঙা স্টেশন পর্যন্ত বইমেলার জন্য দেওয়া হয়েছে বিশেষ শার্টেল পরিষেবা। করুণাময়ী আসার জন্য রয়েছে বিভিন্ন অটো পরিষেবাও। আলাদা করে অ্যাপ-ক্যাব ওলা, উবের, বাইক-ট্যাক্সির জন্য বুথ করা রয়েছে। নির্দিষ্ট স্থান থেকেই গাড়িতে উঠতে পারবেন বইমেলায় আসা মানুষজন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen