শুনানিতে গরহাজির ৩ লক্ষাধিক ‘নো-ম্যাপিং’ ভোটার, চূড়ান্ত তালিকা থেকে নাম বাদের আশঙ্কা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.৪০: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মুখে ৩ লক্ষেরও বেশি মানুষ! নোটিস পাওয়ার পরেও ভোটার তালিকার SIR শুনানিতে হাজিরা দিলেন না ৩ লক্ষেরও বেশি ‘নো-ম্যাপিং’ ভোটার। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, এই বিপুল সংখ্যক ভোটার শুনানিতে অংশ না নেওয়ায় নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
কমিশন সূত্রে খবর, রাজ্যে ‘নো-ম্যাপিং’ ভোটারের সংখ্যা প্রায় ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। এঁরা ২০০২ সালের শেষ SIR-র সঙ্গে নিজেদের তথ্যের লিঙ্ক দেখাতে পারেননি। এই প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু শুনানিপর্ব যখন শেষের মুখে, তখন দেখা যাচ্ছে প্রায় ১০ শতাংশ বা ৩ লক্ষ ২০ হাজারের কাছাকাছি ভোটার উপস্থিত হননি।
কমিশন স্পষ্ট জানিয়েছে, শুনানির শেষ দিন আগামী ৭ ফেব্রুয়ারি। যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ (১৪ ফেব্রুয়ারি) পিছোতে পারে। তবে শুনানিতে অংশ না নিলে নিয়ম মেনেই নাম বাদ দেওয়া হবে। প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকায় ইতিমধ্যেই ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এই ৩ লক্ষ নাম যুক্ত হলে মোট বাদ পড়া নাম ৬১ লক্ষে পৌঁছতে পারে।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে আগামী শনিবার ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতি এবং ‘নো-ম্যাপিং’-উভয় মিলিয়ে প্রায় ১ কোটি ২৬ লক্ষ নামের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।