MGNREGA থেকে গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদ, কেন্দ্রের বিরুদ্ধে তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পাশ

January 23, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৪০: কেন্দ্রের প্রস্তাবিত ‘VB-G RAM G’ বিলের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল এম.কে. স্ট্যালিন সরকার। শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রতিবাদ প্রস্তাব পাশ করা হয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা ১০০ দিনের কাজের প্রকল্পের (MGNREGA) নাম পরিবর্তন এবং কাঠামোগত বদলের কেন্দ্রীয় প্রস্তাবের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাল তামিলনাড়ু (Tamil Nadu)।

বিধানসভায় গৃহীত এই প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম যেমন ছিল, তেমনই রাখতে হবে। একইসঙ্গে, রাজ্যের প্রকৃত কর্মসংস্থানের চাহিদা এবং পারফরম্যান্স বা কার্যকারিতার ওপর ভিত্তি করে নিরবচ্ছিন্নভাবে ও পর্যাপ্ত পরিমাণে তহবিল বরাদ্দ নিশ্চিত করতে হবে।

প্রস্তাবে কেন্দ্রের নতুন তহবিল বরাদ্দ নীতিরও সমালোচনা করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বর্তমানে কর্মসংস্থানের চাহিদার ভিত্তিতে অর্থ বরাদ্দ করার যে নীতি মেনে চলছে, তা-ই বজায় রাখা উচিত। কেন্দ্রের প্রস্তাবিত নতুন পদ্ধতিতে ‘বিবেচনামূলক’ (discretionary) বা উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়নের ভিত্তিতে অর্থ বরাদ্দের যে পরিকল্পনা করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানিয়ে কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী তহবিল বরাদ্দের পদ্ধতি নির্ধারণের অধিকার রাজ্য সরকারগুলোর হাতে থাকা উচিত বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

কেন্দ্রের প্রস্তাবিত নতুন বিল ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজিবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবি-গ্রাম জি’ (VB-G RAM G) আইনের জেরে রাজ্যের ওপর আর্থিক চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাস হওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, এই নতুন আইনের অধীনে রাজ্য সরকারের আর্থিক অবদানের পরিমাণ বেড়ে ৪০ শতাংশ হলে রাজ্যের ওপর ঋণের বোঝা বা আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাই এমজিএনআরইজিএস (MGNREGS)-এর মতো একই ধাঁচে আর্থিক অনুদান বজায় রাখার ওপর জোর দিয়েছে তামিলনাড়ু সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen