ফিরছে ব্রিটিশ জমানার নস্টালজিয়া! ১৪টি হেরিটেজ বগি নিয়ে নতুন রূপে সাজছে দার্জিলিং টয়ট্রেন

January 23, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.০০: পাহাড়প্রেমীদের জন্য দারুণ খবর! পর্যটকদের ভ্রমণের স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। আধুনিক ডিজেল ইঞ্জিনের যুগেও ব্রিটিশ আমলের সেই পুরনো ট্রেনের প্রতি টান আজও অটুট। তাই পর্যটকদের সেই ‘নস্টালজিক’ অনুভূতি ফিরিয়ে দিতে ১৪টি ব্রিটিশ আমলের পুরনো বগি মেরামত করে পুনরায় ট্র্যাকে নামানো হচ্ছে।

ডিএইচআর সূত্রে খবর, আধুনিক কামরা বা ডিজেল ইঞ্জিনের যুগেও দেশ-বিদেশের পর্যটকদের কাছে পুরনো দিনের টয়ট্রেন (Toy train) ব্যবস্থা সম্পর্কে জানার প্রবল আগ্রহ রয়েছে। সেই কৌতূহল মেটাতেই আগামী এক বছরের মধ্যে ১৪টি হেরিটেজ বগি মেরামত করে পর্যটকদের উপহার দেওয়া হবে।

ডিএইচআর-এর অধিকর্তা ঋষভ চৌধুরী জানান, পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যেই তিনটি ব্রিটিশ আমলের বাষ্পচালিত ইঞ্জিন (Steam Engine) মিউজিয়াম ও ওয়ার্কশপ থেকে এনে মেরামতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটি ইঞ্জিন সাফারিতে ব্যবহারও করা হচ্ছে। এবার ইঞ্জিনের পাশাপাশি পুরনো দিনের কামরাগুলি ফিরলে পর্যটকরা সম্পূর্ণ নস্টালজিক অনুভূতি পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen