বাগদেবীর আঙিনাতেও SIR, বালিগঞ্জ সায়েন্স কলেজের সরস্বতী পুজোয় প্রতিবাদের থিম

January 23, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.২০: কলকাতার বালিগঞ্জ সায়েন্স কলেজের সরস্বতী পুজো এবার আর পাঁচটা পুজোর মতো নয়। দুর্গাপুজোর থিমের লড়াই এবার আছড়ে পড়েছে বিদ্যার দেবীর মণ্ডপেও। তবে সেই থিম কেবল অলঙ্করণ নয়, বরং এক প্রতিবাদ। সরস্বতী পুজোর থিমে উঠে এল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা SIR সংক্রান্ত হেনস্তার ছবি। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতির অলিন্দ।

এখানে বাগদেবী শ্বেতবর্ণা, সজ্জিতা ডাকের সাজে। দেবীমূর্তির অবস্থান একটি গোলপোস্টের ঠিক মাঝখানে। গোলপোস্টের একধারে ঝুলছে সবুজ রঙের জার্সি, যার বুকে লেখা ‘২৫০+’। অন্যদিকে গেরুয়া রঙের জার্সি, যার গায়ে শুধুই একটি অতিকায় প্রশ্নচিহ্ন। রাজনৈতিক মহলের মতে, এই সংখ্যা ও রং দিয়ে বর্তমান রাজনৈতিক সমীকরণের দিকেই ইঙ্গিত করা হয়েছে।

তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মণ্ডপসজ্জার অন্যান্য অনুষঙ্গ। দেবীর চারপাশে বড় করে লেখা ‘SIR’। পাশেই ঝুলছে মোটা দড়ি। আয়োজকদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে ‘দমবন্ধকর’ পরিস্থিতি তৈরি হয়েছে, তা বোঝাতেই এই দড়ির ব্যবহার। মণ্ডপের নিচের অংশে দেখা যাচ্ছে বালির মধ্যে ডুবে যাচ্ছে একাধিক হাত। সেই ডুবন্ত হাতগুলি আঁকড়ে ধরে আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

এই দৃশ্যায়নের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক একটি প্রশাসনিক নির্দেশিকা। উল্লেখ্য, বহু ভোটার এসআইআর শুনানিতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) নোটিস জারি করে জানায়, এসআইআর-এর প্রামাণ্য নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে না। এই নির্দেশিকার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ায়। বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়ারা সেই আতঙ্ককেই তাঁদের থিমভাবনায় তুলে ধরেছেন।

তবে এই চিত্র শুধু কলকাতার নয়, জেলার পুজোতেও SIR-র ছায়া দেখা গিয়েছে। বীরভূমের সিউড়ির ১-এর পল্লির মোড়ের পুজোতেও বিষয়বস্তু ছিল এসআইআর। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সব মিলিয়ে, এবারের সরস্বতী পুজোয় বালিগঞ্জ সায়েন্স কলেজ বুঝিয়ে দিল, উৎসবের প্রাঙ্গণ এখন প্রতিবাদেরও মঞ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen