LIVE ঈশান এবং সূর্যের দাপটে মাত্র ১৫.২ ওভারেই ২০৮ তাড়া করে জয় ভারতের

January 23, 2026 | 2 min read
Published by: Raj

Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.২০: ১৯:২৫ হর্ষিতের পর এবার বরুণ চক্রবর্তী। ৪৩ রানের মাথাতেই দ্বিতীয় ধাক্কা খেল কিউয়িরা। ২৪ রান করে সাজঘরে ফিরলেন সাইফার্ট।

২২.২০: শেষ ৬ ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৩ রান।

২১.৫২: ৩২ বলে ৭৬ রান করে আউট ঈশান কিশন। ভারতের স্কোর ১২৮/৩

২১.৩৭: কিশনের ঝোড়ো ব্যাটিংয়ের দমে পাওয়ারপ্লে তে ভারতের স্কোর ৭৫/২

২১.১১: জোড়া ধাক্কা ভারতের, শুন্যতে সাজঘরে ফিরলেন অভিষেক শর্মা

২১.০৭: বড় ধাক্কা ভারতের, ম্যাট হেনরির প্রথম ওভারে আউট সঞ্জু স্যামসন, স্কোর ৬/১

২০.৫৩: প্রথম ইনিংসে ২০৮ রান করল নিউজিল্যান্ডের ব্যাটার রা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ২০৯

২০.৩৫: ১৩ বলে ১০ রান করে হার্দিকের বলে ক্যাচ আউট চ্যাপম্যান। স্কোর ১৬১/৫

২০.২৪: ১৫ ওভার শেষে কিউইদের স্কোর ১৫১/৫

২০.১২: ২৬ বলে ৪৪ রান করে কুলদীপের বলে ক্যাচ আউট রচিন রবীন্দ্র

২০.০৫: ১১ বলে ১৮ রান করে দুবের শিকার হলেন মিচেল। স্কোর ১২৫/৪

১৯.৫৪: ১০ ওভারে কিউইদের স্কোর ১১১/৩

১৯.৪৮: ১৩ বলে ১৯ রান করে কুলদীপের বলে আউট গ্লেন ফিলিপ্স, স্কোর ৯৮/৩

১৯:১৯ ব্রেক-থ্রু পেলেন হর্ষিত রানা! নিজের ওভারের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে (১৯) সাজঘরে ফেরালেন তিনি। ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড।

১৯:১৫ ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৩/০। ক্রিজে আছেন কনওয়ে (১৯*) এবং সাইফার্ট (২৪*)।

১৯:০০ কিউয়ি শিবিরের হয়ে ইনিংস শুরু করতে মাঠে নামলেন দুই ওপেনার টিম সাইফার্ট এবং ডেভন কনওয়ে।

১৮:৩৪ রাঁচিতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজকের ম্যাচে ভারতীয় দলে দু’টি পরিবর্তন করা হয়েছে- জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং চোটের কারণে খেলতে পারছেন না অক্ষর প্যাটেল। তাঁদের পরিবর্তে দলে এসেছেন হর্ষিত রানা এবং কুলদীপ যাদব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen