খুন হননি বেলডাঙার পরিযায়ী শ্রমিক! ময়নাতদন্তের রিপোর্টে কী জানাল ঝাড়খণ্ড পুলিশ?

January 23, 2026 | < 1 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৩৫: ভিনরাজ্যে কাজে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়নি মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের। তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার এক সপ্তাহ পর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এনে এই দাবি করল ঝাড়খণ্ড পুলিশ (Jharkhand Police)।

ঝাড়খণ্ডের পলামু জেলায় গত বৃহস্পতিবার বাসন ফেরিওয়ালা আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এরপরই গুজব ছড়ায় যে, ভিনরাজ্যে বাঙালি শ্রমিককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই খবর গ্রামে পৌঁছতেই গত শুক্রবার থেকে বেলডাঙা (Beldanga) রণক্ষেত্রের চেহারা নেয়। ভাঙচুর, অবরোধ এবং পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ (Murshidabad)। পরিস্থিতি সামাল দিতে ও মৃত্যুরহস্য উদ্ঘাটনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে ফোনে কথাও বলেছিলেন।

অবশেষে শুক্রবার পলামু জেলা পুলিশের পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, আলাউদ্দিনের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জীবিত অবস্থায় গলায় ফাঁস লাগানোর ফলেই তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া, দেহ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, ঝাড়খণ্ডে গিয়ে তদন্তকারী দল খুনের কোনও প্রমাণ পায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি স্পষ্ট হয়েছে যে এটি আত্মহত্যারই ঘটনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen