মহারাষ্ট্রের BJP নেত্রীর নাম বীরভূমের ভোটার তালিকায়! বড়সড় জালিয়াতির অভিযোগে বিস্ফোরক তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩০: মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী এবার বীরভূমের ভোটার তালিকায়? বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢুকিয়ে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি (BJP)। এমনই বিস্ফোরক অভিযোগ আনল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের দাবি, মহারাষ্ট্রের নাসিকের এক বিজেপি নেত্রী, যিনি সেখানকার জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, তাঁর নাম রহস্যজনকভাবে উঠে এসেছে পশ্চিমবঙ্গের বীরভূমের (Birbhum) ভোটার তালিকায়। এই ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ এবং ‘সংগঠিত নির্বাচনী জালিয়াতি’ বলে আখ্যা দিয়েছে রাজ্যের শাসক দল।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে X হ্যান্ডেলে একটি পোস্টে এই অভিযোগের সপক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। সেখানে ‘উজ্জ্বলা বুরুঙ্গলে’ (Ujjwala Burungle) নামক এক মহিলার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তৃণমূলের দাবি অনুযায়ী, উজ্জ্বলা মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা এবং সেখানকার ভোটার। এমনকী, ২০২৬ সালের জেলা পরিষদ নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অথচ, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরের ১৯৪ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। অভিযোগ, তিনি এসআইআর (SIR) প্রক্রিয়ার সময় গণনার ফর্ম জমা দিয়েছিলেন এবং শুনানির নোটিশও পেয়েছেন।
তৃণমূলের দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সতর্ক করেছিলেন যে, বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চক্রান্ত চলছে। আজকের এই ঘটনায় সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো বলে দাবি জোড়াফুল শিবিরের।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে নাটকীয়ভাবে ‘অনুপ্রবেশকারী’ বা ‘ঘুষপেঠিয়া’ নিয়ে সুর চড়ালেও, আদতে তাঁরাই বহিরাগতদের দিয়ে বাংলার ভোটার তালিকা (Voter list) ভরিয়ে দিচ্ছেন। শাসক দলের মতে, বিজেপি জানে ব্যালটের মাধ্যমে বাংলায় জেতা তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা ভোটার তালিকা কারচুপির পথ বেছে নিয়েছে।
এই ঘটনাকে সংবিধান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছে তৃণমূল। তাদের বক্তব্য, ভিন রাজ্য থেকে ভোটার আমদানি করে গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করছে বিজেপি। যা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি চরম অবমাননা। বিজেপির এই পদক্ষেপকে ‘হতাশা’ থেকে তৈরি হওয়া ‘অন্তর্ঘাত’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
In February 2025, Smt. @MamataOfficial had warned that fake voters were being planted in Bengal’s electoral rolls to manipulate democratic outcomes. Today, that warning stands vindicated. While @narendramodi and @AmitShah theatrically tour Bengal crying “ghuspaithiya,” the truth… pic.twitter.com/pcNeWxgzsX
— All India Trinamool Congress (@AITCofficial) January 23, 2026