‘গভীর খাদের কিনারে বাংলাদেশ’ ইউনূসকে আক্রমণ করে দিল্লিতে হাসিনার অডিও বার্তা

January 23, 2026 | < 1 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৫০: ভারতের রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাজানো হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) অডিয়ো বার্তা। শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট্‌স ক্লাবে ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে প্রায় এক ঘণ্টা ধরে চলা এই ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) তীব্র ভাষায় আক্রমণ করেন। ২০২৪ সালের আগস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দিল্লির কোনো প্রকাশ্য মঞ্চে তাঁর বার্তা শোনানো হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনের ঠিক আগেই এই বার্তা দিলেন হাসিনা। ভাষণে তিনি ড. ইউনূসকে ‘খুনি ফ্যাসিবাদী’, ‘সুদখোর’ ও ‘ক্ষমতালোভী বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন। তাঁর মতে, বর্তমান সরকার ‘অবৈধ’ এবং ‘বিদেশিদের হাতের পুতুল’। হাসিনা অভিযোগ করেন, ইউনূস সরকারের আমলে বাংলাদেশ (Bangladesh) আজ সন্ত্রাস ও অরাজকতার গ্রাসে পড়ে ‘মৃত্যু উপত্যকা’ ও ‘বিশাল জেলখানায়’ পরিণত হয়েছে। তিনি মন্তব্য করেন, “বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে”। তিনি এই সরকারকে উৎখাত করার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ (Awami League) অংশ নিতে পারছে না। এই প্রেক্ষাপটে হাসিনার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিজের ক্ষমতাচ্যুতিকে তিনি ‘ষড়যন্ত্র’ বলেও উল্লেখ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen