চন্দ্রযান বিজ্ঞানীর পর এবার রেডউড গবেষক! SIR শুনানিতে বিড়ম্বনার শিকার হুগলির শুভম

January 23, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৪০: চন্দ্রযান অভিযানের বিজ্ঞানীর পর এবার আমেরিকার রেডউড বা লালকাঠ রক্ষার গবেষক। এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানিতে ডাক পেলেন হুগলির চণ্ডীতলা বাকসার বাসিন্দা শুভম বন্দ্যোপাধ্যায় (Shubham Banerjee)। আন্তর্জাতিক স্তরে সমাদৃত এই গবেষক শুনানিতে হাজিরা দিয়ে প্রক্রিয়ার পদ্ধতি ও তাড়াহুড়ো নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন।

শুভম বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাজীবন অত্যন্ত উজ্জ্বল। তিনি বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে এমএসসি সম্পন্ন করেন এবং পরবর্তীতে কলকাতা আইসার (IISER) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার মূল বিষয় ছিল তরাই তৃণভূমির গাণিতিক মডেল তৈরি করা। এরপর তিনি পাড়ি দেন আমেরিকায়। ২০২৪ সাল থেকে প্রশান্ত মহাসাগরের উপকূলে ১২টি জঙ্গলে দফায় দফায় ঘুরে লালকাঠ বা রেডউড নিয়ে জরিপ চালান শুভম। দীর্ঘ ১৭ মাস ধরে চলা তাঁর এই গবেষণার বিস্তারিত তথ্যপঞ্জি ইতিমধ্যেই গ্রহণ করেছে মার্কিন প্রশাসন। তাঁর গবেষণাপত্রটি ব্রিটেনের একটি প্রথম সারির জার্নালে প্রকাশিত হয়েছে, যা রেডউড সংরক্ষণে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

বিদেশের মাটিতে সমাদৃত হলেও নিজের দেশে বিড়ম্বনার শিকার হতে হলো এই গবেষককে। এসআইআর শুনানিতে ডাক পেয়ে ক্ষুব্ধ শুভম। তিনি বলেন, “যেভাবে তাড়াহুড়ো করে এবং যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে, তাতে আমার আপত্তি আছে। আমার বাবার নাম বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে। আসলে নির্বাচন কমিশনের কাছে টেকনিক্যাল বা প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন লোকের অভাব রয়েছে।”

তিনি আরও বলেন, “এসআইআর হওয়া দরকার ছিল, কিন্তু চিন্তাভাবনা করার লোকের অভাবেই এই পরিস্থিতি। সময় নিয়ে সঠিক পদ্ধতি মেনে কাজ করলে এই সমস্যা ও হয়রানি হতো না।”

উল্লেখ্য, এর আগেও বহু বিশিষ্ট ব্যক্তিকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। কিছুদিন আগেই চন্দ্রযান অভিযানে যুক্ত হাওড়ার বাসিন্দা এক NASA বিজ্ঞানী অনুপম মুখোপাধ্যায়কেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো হুগলির কৃতী সন্তান শুভমের নাম। প্রশাসনের এই তাড়াহুড়ো এবং অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen