India vs New Zealand, 2nd T20I: দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে ২-০ তে সিরিজে এগিয়ে গেল ভারত

January 23, 2026 | 2 min read

Authored By:

Raj Raj
Published by: Raj

Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৪০: রায়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ও ঈশান কিশানের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।

সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়। অন্যদিকে ভারতের পকেট ডায়নামাইট ঈশান কিশান মাত্র ৩২ বলে ৭৬ রান করে ভারতের জয়ের ভিত গড়ে দেন।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতে ৬ রানের মাথায় দুই ওপেনার ফিরলেও (সঞ্জু স্যামসন -৬ এবং অভিষেক শর্মা -০) ঈশান ও সূর্যের প্রকোপের ফলে নিয়ন্ত্রণে ছিল স্কোরবোর্ড। ঈশান কিশান ১১টি চার ও ৪টি ছয়ের সাহায্যে বিধ্বংসী ব্যাটিং করেন। শেষ পর্যন্ত তিনি ইশ সোধির বলে আউট হন।

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২০৮ রান। অধিনায়ক মিচেল স্যান্টনার ২৭ বলে অপরাজিত ৪৭ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও একটি ছয়। রাচিন রবীন্দ্র অল্পের জন্য অর্ধশতরান মিস করেন—২৬ বলে ৪৪ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। ড্যারিল মিচেলকে ফেরান শিভম দুবে।

নিউজিল্যান্ড শুরুটা ভালো করলেও হর্ষিত রানা ম্যাচে ফেরান ভারতকে। ওপেনার ডেভন কনওয়ে প্রথম ওভারে অর্শদীপ সিংকে ১৮ রান নিলেও, চতুর্থ ওভারে ১৯ রানে তাঁকে আউট করেন রানা। এরপর টিম সেইফার্টও (১৩ বলে ২৪) বরুণ চক্রবর্তীর বলে আউট হন। কুলদীপ যাদব গ্লেন ফিলিপসকে (১৩ বলে ১৯) ফেরান।

সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আগের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে খেলেননি সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। বিশ্রামে রাখা হয় জসপ্রীত বুমরাকেও।

প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর চাপেই ছিল নিউজিল্যান্ড। রায়পুরে ভারতের টি-টোয়েন্টি দাপট থামানোর চেষ্টা করলেও সফল হয়নি কিউয়িরা। প্রথম ম্যাচেই ভারতের দাপুটে পারফরম্যান্স এবং ব্যাটিংয়ের গভীরতা স্পষ্ট করে দেয়, ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে আতঙ্কের কিছু নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। এই সিরিজকে পাখির চোখ করে বড় মঞ্চের প্রস্তুতি সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া। এই এই সিরিজ জিতলে ভারত টানা ১০টি টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্ট জিতবে—এর মধ্যে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen